Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ইজিপিপির দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ইজিপিপির কর্মসূচির আওতায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সেক্রেটারী, ট্যাগ অফিসার, প্রকল্প কমিটির চেয়ারম্যান এবং চাইন্ড একাউন্টধারী ব্যাংক ম্যানেজারগণের সমন্বয়ে (১) একদিনের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা (ইজিপিপি) ও ফিল্ড সুপার ভাইজার মুহাম্মদ জাহাঙ্গীর হুসাইনের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর জাতীয় উপ-প্রকল্প পরিচালক মোঃ জোবায়েদুর রহমান। প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, দারিদ্র বিমোচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন সকলের আন্তরিকতায় দারিদ্র বিমোচন করা সম্ভব বলে মন্তব্য করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমিতিরি সভাপতি মোঃ ইজাজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান সমর দাশ, মেহের আলী মালদার, আব্দুল বাতেন, ছালিক মিয়া, দেলোয়ার হোসেন, খালেদুর রহমান খালেদ, আব্দুল মুক্তাদির চৌধুরী, শেখ সাদিবুর রহমান শিশু, এডভোকেট জাবেদ আলী, নজরুল ইসলামসহ ইউপি সদস্যবৃন্দ।