Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান ॥ উচ্ছেদ অভিযান চলছে, চলবে কাউকে ছাড় দেয়া হবে না

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেছেন, জেলা প্রশাসকের অফিস থাকবে দুর্নীতিমুক্ত। কোন ধরনের অবহেলা, অনয়িম করা হলে হবে না। তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, উচ্ছেদ অভিযান চলছে, তা বন্ধ হবে না। কাউকে ছাড় দেয়া হবে না। পুরাতন খোয়াই নদীর নান্দনিক প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় করছি। সকলের মতামতকে প্রধান্য দিয়ে সকলের সার্বিক সহযোগিতা নিয়ে সবগুলোর সমাধান করবো ইনশাআল্লাহ।
নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান গতকাল দুপুরে হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাব পরাগ তালুকদার, মোঃ শাসছুজ্জামান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি শামীম আহছান, মোঃ ফজলুর রহমান, গোলাম মোস্তফা রফিক, মোঃ শাবান মিয়া, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান কোখন, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, শাহ ফখরুজ্জামান, রাসেল চৌধুরী, মোঃ আলী মমিন, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সফিকুল আলম চৌধুরী, রফিকুল হাসান চৌধুরী তুহিন, নুরুজ্জামান চৌধুরী শওকত, রাশেদ আহমদ খান, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, প্রদীপ দাস, শাকিল চৌধুরী, মজিবুর রহমান প্রমুখ।