Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় নবাগত ডিসি ॥ পরিচ্ছন্ন হবিগঞ্জ গড়তে সকলের আন্তরিকতা সহযোগিতা প্রয়োজন

স্টাফ রিপোর্টার ॥ পরিচ্ছন্ন হবিগঞ্জ গড়ার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। গতকাল রবিবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় এ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন নবাগত জেলা প্রশাসক। গত বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পর গতকাল প্রথম মুক্তিযোদ্ধাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের প্রশাসক হিসাবেও সংসদের কার্যক্রম সরকারের নির্দেশানুযায়ী অগ্রাধিকার প্রদানের অঙ্গীকার করেন। তিনি ব্যক্তিস্বার্থের উর্ধ্বে থেকে হবিগঞ্জের বৃহত্তর কল্যাণের মানসে জেলাবাসীর মতামত ও সরকার প্রধানের নির্দেশনাকে প্রাধান্য দিয়ে হবিগঞ্জকে পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ার লক্ষ্যে একনিষ্টভাবে কাজ করারও অঙ্গীকার করেন। দেড় ঘন্টা ব্যাপী সভায় ২০ জন মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যাদি সমাধানের আহবান জানান। নবাগত জেলা প্রশাসক রাত ১০টা থেকে ভোর ৪টার সময় বাদে ফোনে কথা বলা ও অফিস কক্ষে প্রবেশাধিকার উন্মুক্ত থাকবে বলেও জানান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডিএম মর্জিনা আক্তার, ডিডিএলজি অমিতাভ পরাগ তালুকদার, তারেক মোঃ জাকারিয়া, ইউএনও সাখাওয়াত রুবেল প্রমুখ। সভাশেষে নবাগত ডিসিকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাবেক জেলা কমান্ডার মুন্সি আব্দুর রহিম জুয়েল ফুলের তোড়া প্রদান করেন।