Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের দিনারপুরে ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাত আটক

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পাহাড়ি দ্বীপ হিসেবে পরিচিত দিনারপুর পরগণার সদরঘাট গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ইউসুফ আলী (৩৬) নামে এক ডাকাতকে আটক করেছে স্থানীয় লোকজন। এ সময় তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শনিবার দিবাগত গভীর রাতে দেবপাড়া ইউনিয়নের সদরঘাট ফকিরপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত ইউসুফকে আটক করেন স্থানীয় লোকজন। আটককৃত ডাকাত ইউসুফ বিশ্বনাথ উপজেলার আতাপুর গ্রামের মৃত তরমুজ মিয়ার পুত্র।
সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ উপজেলার পাহাড়ি দ্বীপ হিসেবে পরিচিত দিনারপুর পরগণার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের ফকিরপাড়া এলাকায় জমসেদ মিয়ার বাড়িতে একদল সংঙ্ঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় জমসেদ মিয়ার পরিবারের লোকজন ডাকাতের উপস্থিতি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তখন স্থানীয় লোকজন ডাকাতদের পিছু ধাওয়া করলে ইউসুফ মিয়া নামের এক ডাকাতকে আটক করতে সক্ষম হন এবং ডাকাত ইউসুফের সহযোগীরা পালিয়ে যায়। পরে ডাকাত ইউসুফকে জমসেদ মিয়ার বাড়িতে আটকে রাখা হয়। রবিবার সকালে খবর পেয়ে দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খয়েরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌছুলে স্থানীয়রা ডাকাত ইউসুফকে পুলিশের কাছে সোপর্দ করেন।
পরে দুপুরে ডাকাতির প্রস্তুতি মামলায় ডাকাত ইউসুফকে জেল হাজতে প্রেরণ করা হয়। ইউসুফের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা ও বিশ্বনাথ থানায় দুটি চুরির মামলা রয়েছে বলে জানা গেছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইজাজুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।