Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকাল ৪টায় স্থানীয় জনতা বাজারে উক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খয়ের কায়েদের পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউ/পি চেয়ারম্যান মতিউর রহমান পেয়ারা, পানিউমদা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে শিহাব আহমেদ চৌধুরী, আঃ বারিক রনি, মজিদুল করিম মজিদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য আমির হুসেন, মোরশেদ আহমেদ, গোলাম ইয়াজদানী শামীম, শাহ মোস্তাকিম আলী। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পানিউমদা ইউনিয়ন বিএনপি সভাপতি গোলাম নবী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল রিপন চৌধুরী, পানিউমদা বিএনপি যুগ্ম সম্পাদক সুশেল মিয়া, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক মনর উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদ, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোহেল। ইউনিয়ন বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জিতু মিয়া মেম্বার, জাহির আলী মেম্বার, এখলাস উদ্দিন, হান্নান মিয়া, আঃ সালাম, ময়না মিয়া, আঃ মজিদ, তারা মিয়া, এখলাস মিয়া, আঃ সহিদ, আঃ আউয়াল, সালাম মিয়া, মিনতাজ মিয়া, ক্বারী রুশন আলী, জয়নাল মিয়া, জামাল মিয়া, ময়না মিয়া, কামাল মিয়া, ওয়াহিদ মিয়া, আঃ করিম, নাজিম উদ্দিন, আইন উদ্দিন, আঃ আলী, ময়না মিয়া, ফরিদ মিয়া, দলাই মিয়া, আখলিছ মিয়া, জিতু মিয়া প্রমুখ। সভায় উক্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে মকসুদ আহমেদ চৌধুরীকে আহবায়ক ও আবুল খয়ের কায়েদকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত সভায় সাবেক বিএনপি নেতা দিলাওর মিয়া, মোজাহিদ আহমেদ আতর, আঃ মালিক চৌধুরী, খন্দকার আবুল ফজল ফুল মিয়া, ছাদ উদ্দিন আহমেদ, ইসহাক উল্লাহ, ইয়াসিন উল্লাহর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।