Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাল্য বিবাহ সামাজিক ব্যধিতে পরিণত হয়েছে-রবিউল ইসলাম

স্টাফ রিপোর্টার ॥ লাখাই থানা পুলিশের উদ্যোগে বুল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ে দাঙ্গা, মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, প্রযুক্তির অপব্যবহার ও বাল্যবিবাহ কুফল নিয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লাখাই থানার অফিসার ইনর্চাজ সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, ওসি তদন্ত অজয় চন্দ্র দেব, প্রধান শিক্ষক ফজলুল করিম প্রমূখ। সভায় প্রধান অতিথি’র বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম বলেন-সমাজকে দাঙ্গামুক্ত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। দাঙ্গা প্রতিরোধে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন-বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতার বিকল্প কিছু নেই। বাল্যবিবাহ বর্তমান সামাজিক ব্যধিতে পরিণত হয়েছে। এই ব্যধিতে আক্রান্ত হয়ে অকালে ঝরে পড়ছে অনেক প্রাণ। বাল্য বিবাহ নামক এই দুরারোগ্য ব্যধিটি সারাতে সামাজিক সচেতনতা সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি করে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে।
আজকাল কিছু অপ্রাপ্তবয়স্ক ও নৈতিক জ্ঞানহীন মানুষের হাতে আক্রান্ত হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি। অপরাধের একটা বড় অংশ এই সব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে কেন্দ্র করে সংগঠিত হয়।