Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং ক্যাবল সার্ভিসের উদ্যোগ মেধাবী ছাত্রীকে আর্থিক সহায়তা

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং ক্যাবল সার্ভিসের উদ্যোগে মেধাবী এক কৃতি ছাত্রীকে আর্থিক সহায়তা ও সংবর্ধনা প্রদান করেছে। কৃতি ছাত্রীটি হচ্ছেন সুফিয়া মতিন মহিলা কলেজের ২০১৩ ইং সনের এইচএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত ছাবিকুন নাহার। গত বৃহস্পতিবার বড়বাজারস্থ ক্যাবল সার্ভিসের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর প্রধান নির্বাহী অংশীদার মোঃ লুৎফুর রহমান। কোম্পানীর অংশীদার আরশাদ ফজলে খোদা লিটন’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১ নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সহ-সভাপতি মোঃ মনু মিয়া। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং ক্যাবল সার্ভিসের ব্যবস্থাপনা অংশীদার মোঃ সেলিম মিয়া, প্রফেসার শংকর বিশ্বাস, মুর্শেদুজ্জামান লুকু, মোঃ দিলোয়ার হোসেন, মুতিউর রহমান, আজমল হোসেন হোসেন খান প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মোঃ মখলিছ মিয়া। প্রধান অতিথি’র বক্তব্যে ইকবাল হোসেন খান বলেন, এই কৃতি ছাত্রীকে আর্থিক সহায়তা ও সংবর্ধনা প্রদানের মাধ্যমে বানিয়াচং ক্যাবল সার্ভিস একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। যা আমাদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, এভাবে মেধাবী শিক্ষার্থীদের পাশে সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসলে টাকার অভাবে কোন মেধাবী শিক্ষার্থীর শিক্ষা জীবনে অন্ধকার নেমে আসবে না। বিশেষ অতিথি’র বক্তব্যে মিজানুর রহমান খান বলেন, মেধাবী ছাত্রী ছাবিকুন নাহার শুধুমাত্র তার পরিবারের সম্পদ নয়, সে বানিয়াচং তথা সমগ্র বাংলাদেশের সম্পদ, ছাবিকুন নাহারের মতো মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে বানিয়াচং ক্যাবল সার্ভিসের মতো আরো অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসবে এটাই আমরা প্রত্যাশা করি। সভাপতি’র বক্তব্যে মোঃ লুৎফুর রহমান, প্রতি বছর দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও সংবর্ধনা প্রদানের জন্য শীঘ্রই বানিয়াচং ক্যাবল সার্ভিসের পক্ষ থেকে একটি ফান্ড গঠনের ঘোষণা দেন। পরিশেষে ছাবিকুন নাহার এর হাতে ১০ হাজার টাকার চেক তোলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।