Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মুক্ত মঞ্চ হবিগঞ্জের গুণীজনদের নামে নামকরণের দাবিতে সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সরকারি ভূমিতে স্থাপিত মুক্ত মঞ্চের নাম পরিবর্তন করে হবিগঞ্জ জেলার গুণীজনদের নামে নামকরণের দাবি জানানো হয়েছে। এ দাবীতে গতকাল সকালে স্থানীয় টাউন হল প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিশিষ্ট সমাজকর্মী পিযুষ চক্রবর্তীর সভাপতিত্বে ও নাগরিক আন্দোলনের নেতা হুমায়ূন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী তাজউদ্দিন সুফী, এড: জুনায়েদ আহমেদ, খোয়াই থিয়েটার হবিগঞ্জ এর সভাপতি এড: নীলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্কশুভ্র রায়, চৌধুরী মহিবুর নূর ইমরান, উদীচি শিল্পীগোষ্ঠী সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ কুমার বণিক, এড: জিলু মিয়া, এড: তুষার মোদক, শফিকুল ইসলাম, অপু চৌধুরী, সাংস্কৃতিক কর্মী পার্থ সরাথি রায়, কবি ও সাহিত্য কর্মী মনসুর আহমেদ, কৌশিক আচার্য্য পায়েল, রজত রায় প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অনতিবিলম্বে মুক্ত মঞ্চের নাম পরিবর্তন করে হবিগঞ্জ জেলার যে কোন গুণীজনের নামে নামকরণ করতে হবে। বক্তারা আরও বলেন, হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ বিভিন্ন জনপ্রতিনিধি হবিগঞ্জে বসবাসরত নাগরিকবৃন্দ, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দের সাথে কোনরকম পরমর্শ না করে তিনি নিজেই নিজের নামে মুক্ত মঞ্চের নামকরণ করেন। যা হবিগঞ্জের ইতিহাসে খুবই দুঃখজনক। এ রকম কর্মকান্ড কোন অবস্থাতেই কাম্য নয়। হবিগঞ্জের কিছু কুচক্রী মহল জেলা প্রশাসককে বিভ্রান্ত করে এরূপ কাজ করিয়েছে। তাদেরকে চিহ্নিত করে তাদের থেকে দূরে থাকার জন্য বর্তমান জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানানো হয়। সভাপতি তার বক্তৃতায় বলেন অনতিবিলম্বে হবিগঞ্জের সর্বস্তরের মানুষের সঙ্গে পরামর্শ করে সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জের পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে।