Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে যুবলীগের সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্যতা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা যুবলীগের সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। বানিয়াচং উপজেলা যুবলীগের কমিটিতে অনুপ্রবেশকারী ও হাইব্রীডদের দেখতে চান না তৃনমুলের নেতা কর্মীরা। আগামী ২৩ নভেম্বর কেন্দ্রীয় যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সম্মেলনকে সামনে রেখে যুবলীগে ৫৫ বছর বয়স সীমা বেঁেধ দেয়া হয়েছে। সে অনুযায়ী তরুন নেতৃত্বকে প্রাধাণ্য দেয়া হবে। পাশাপাশি ত্যাগী নেতাদেরকে মূল্যায়নের নির্দেশ দেয়া হয়েছে। বাদ পড়তে পারেন বিতর্কিত, অনুপ্রবেশকারী ও দলীয় প্রতীকের বিরুদ্ধে গিয়ে কাজ করা নেতা কর্মীরা। এক্ষেত্রে কেন্দ্রীয় নির্দেশনানুযায়ী সাবেক ছাত্রলীগের শিক্ষিত, মার্জিত তৃনমূলে গ্রহনযোগ্য নেতাদের প্রাধান্য দেয়া হবে বলে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দের সাথে আলাপকালে তারা বিষয়টি নিশ্চিত করেন। বানিয়াচং উপজেলা যুবলীগে কয়েকটি ইউনিয়ন ও উপজেলা কমিটিতে বেশ কয়েকজন অনুপ্রবেশকারী পদ পদবী নিয়ে দলকে বিতর্কিত করার চেষ্টা করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা এ প্রতিনিধিকে জানান। তারা জানিয়েছেন উপজেলা যুবলীগের কমিটিতে একজন অনুপ্রবেশকারী সাংগঠনিক পদ নিয়ে ত্যাগী নেতা কর্মীদের উপর খবরদারী করে আসছেন। এমনিক ২০১৩ সালে কাউন্সিলে সাবেক একজন সিনিয়র নেতার সাথে দূর্ব্যবহার করায় তিনি যুবলীগ ছেড়ে দিয়েছেন। এছাড়াও ১ জন সহ-সভাপতি ও দুইজন সদস্যও অনুপ্রবেশ করে নেতা কর্মীদের সাথে দূর্ব্যবহার করেছেন। এছাড়া একটি ইউনিয়ন কমিটির সেক্রেটারী ২০১৩ সালে উপজেলা যুবলীগের কাউন্সিলের পূর্বে দলে যোগদান করেই ইউনিয়ন কমিটির সেক্রেটারী পদ ভাগিয়ে নেন। পরবর্তীতে ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে নানান বিতর্কিত কর্মকান্ড করে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের দায়িত্বশীল নেতাদের সাথে আলাপকালে তারা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর নির্দেশানুযায়ী অনুপ্রবেশকারী ও হাইব্রীডদের বাদ দিয়েই আগামীতে যুবলীগের কমিটি গঠন করা হবে। এলক্ষ্যে ইতিমধ্যে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী মাঠ পর্য্যায়ে কাজ চালানো হচ্ছে বলেও তারা এ প্রতিনিধিকে জানান।