Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে জন্ম নিবন্ধন নিয়ে সচিব ও ভুক্তভোগীদের সংঘর্ষে আহত ৩

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভায় অনলাইনে জন্ম নিবন্ধন নিয়ে সচিব ও ভুক্তভোগীদের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। গতকাল রবিবার দুপুর ১২ টায় শায়েস্তাগঞ্জ পৌরসভায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পৌরসভার সচিব মাহবুবুর রহমান পাঠোয়ারীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহত সচিব জানায়, গতকাল ওই সময় তিনি জন্ম বিন্ধন তৈরি করা জন্য অনলাইনে কাজ করছিলেন তখন সেবা প্রত্যাশীদের কথা কাটা-কাটির এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে আহত করে। সেবা প্রত্যাশীরা জানায়, শায়েস্তাগঞ্জ পৌরসভায় জন্ম নিবন্ধন করতে আসলেই নানান ভুগান্তির শিকার হতে হয়। দিনের পর দিন ধন্যা দিয়েও জন্ম নিবন্ধন করতে পারেন না তারা। গতকাল ওই সময় সচিবের সাথে তাদের হাতা-হাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে পৌর কর্মচারীরা তাদের উপর হামলা চালায় এতে উভয় পক্ষের মাঝে সংঘর্ষের দেখা দেয়। পৌরসভার কাউন্সিলররা উপস্থিত বিষয়টি শান্ত করেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে জানা গেছে উত্তেজিত জনতা তাকে মারধর করেছে। আহত সচিব সস্থ্য হলে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ছালেক মিয়া জানান, কাউন্সিলর মোহন, আব্দুল জলিল ও তাহির মিয়ার লোকজন সচিবকে মারধর করেছে। তবে মামলার প্রস্তুতি চলছে। অপরদিকে, পৌর কাউন্সিলর জালাল উদ্দিন মোহন ও আব্দুল জলিল জানান, সেবা প্রত্যাশীরা অতিষ্ঠ হয়ে সচিবকে মারধর করেছে। আমরা পরে খবর পেয়ে পরিস্থিতি শান্ত করি। তবে একটি মহল বিষয়টি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এ থেকে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।