Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভোলায় হত্যার প্রতিবাদে চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি ॥ ভোলায় শান্তিপূর্ণ মিছিল গুলি-বর্ষণের প্রতিবাদে গতকাল জুম্মার নামাজের পর চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ প্রাঙ্গণে সহশ্রাধিক মুসল্লীয়ানের এক স্বতস্ফূর্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ ও মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া সভাপতিত্ব করেন- প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি মাওঃ আব্দুল মজিদ, ফিরোজপুরী, মুফতি মাওঃ আহমদ কবির, আব্দুল আজিজ মাস্টার প্রমূখ। সভাপতি তার বক্তব্যে বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে নির্লজ্জ ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় ইসকনের কর্মী বিপ্লবকে এবং শান্তিপূর্ণ মিছিলে গুলিবর্ষণ করে ৪ জন মুসলমানকে যে বা যারা হত্যা করেছে তাদের সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ৯০% মুসলমানের দেশে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা মুসলমানরা কখনো সহ্য করবে না। ভবিষ্যতে কোন কোলাঙ্গার যেন আমাদের প্রিয় নবী ও ইসলামকে নিয়ে ব্যাঙ্গ করতে না পারে সেই জন্য ব্লাসফেমী আইন সংসদে পাশ করতে হবে। অন্যথায় বাংলার ধর্মপ্রাণ মুসলমান তাদের ইমানী দায়িত্ব মনে করে কঠিন থেকে কঠিনতর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। পরিশেষে ভোলায় শাহাদৎ বরণকারী মুসলিম ভাই ও সারাবিশ্বের মুসলমানদের শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওঃ আব্দুল মজিদ ফিরোজপুরী।