Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আল্লামা তোফাজ্জল হককে দেখতে যান হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা

অসুস্থ শায়খুল হাদিস হাফেজ আল্লামা তোফাজ্জল হককে দেখতে যান হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএম। গতকাল বুধবার বিকেলে আল্লামা তোফাজ্জল হকের বাসভবনে তিনি তাকে দেখতে যান। এ সময় পুলিশ সুপার তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আল্লামা তোফাজ্জল হক তাকে দেখতে আসায় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী প্রমূখ।