Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অতিরিক্ত পুলিশ সুপারের সাথে আলেম-উলামাদের মতবিনিময়

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছেন বানিয়াচঙ্গের শীর্ষ স্থানীয় আলেমগণ। গতকাল মাদক, জুয়া, চুরি-ডাকাতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, দাঙ্গা-হাঙ্গামাসহ সমাজ থেকে সকল অপরাধ প্রবনতা বন্ধ করার লক্ষ্যে আলেম সমাজের সহযোগিতা চেয়ে আলেমদের সাথে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম। গতকাল বুধবার সন্ধা ৬টায় থানা অফিস রুমে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম বলেন, সমাজ থেকে সব ধরণের অন্যায়-অপরাধ দমন করতে অগ্রণী ভূমিকা রাখতে পারেন শ্রদ্ধেয় আলেম সমাজ। আলেম-উলামাসহ সচেতমহল ভূমিকা রাখলে পুলিশের জন্য অপরাধ দমন করা সহজ হয়ে উঠে। এ সময় আলেমগণও আইন শৃংখলা রক্ষায় সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বানিয়াচঙ্গে যাতে করে ওরসের নামে মদ-গাজা ও অর্ধনগ্ন নারী দ্বারা অশ্লীল গানের আসর বসার অনুমতি না দেওয়া হয় সে ক্ষেত্রে প্রশাসনকেও অনুরোধ করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত, ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, মাওঃ আব্দুল বাছিত আজাদ, মুফতি আতাউর রহমান, মাওঃ শায়খ মখলিছুর রহমান, হাজী ফরিদ উল্লাহ, মাওঃ আব্দুল ওলি, মাওঃ আব্দুল ওয়াদুদ, মাওঃ গোলাম কাদির, মাওঃ মশিউর রহমান, মাওঃ রওশন ইজদানীসহ শীর্ষ স্থানীয় আলেমগণ।