Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং উপজেলার নখলারআব্দা গ্রামে আরও একটি হাই স্কুল প্রতিষ্ঠিত হচ্ছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নখলারআব্দা উচ্চ বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষে শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। স্কুলের অবকাঠামো নির্মানের লক্ষে গত বুধবার হবিগঞ্জ ইকরাম সুজাতপুর সড়কের নখলারআব্দা বাজার সংলগ্ন দক্ষিণে মাঠবাদে এক একর ভূমি সীমানা চিহ্নিত করে স্কুল কর্তৃপক্ষের নিকট দখল হস্তান্তর করা হয়েছে। এ সময় এলাকার বিশিষ্ট দানশীল ব্যক্তিবর্গ ছাড়াও উপজেলার ৩ জন ইউ.পি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। জানা যায় ঐদিন বিকালে নতুন বিদ্যালয়ের কার্যক্রম আগামী সপ্তাহে শুরু করার লক্ষে গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও মুরুব্বী মোহাম্মদ তাহের বক্স চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যোৎসাহী যুবক মোঃ তোফাজ্জুল হোসেন এর পরিচালনায় বিদ্যালয় মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক এর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি ছিলেন সুজাতপুর ইউপি চেয়ারম্যান মোঃ এনাম খান চৌধুরী ফরিদ, মন্দরী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার ও ব্র্যাক এর পিও মোঃ দেলোয়ার হোসেন। সভায় আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ব্র্যাকের চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ ও ব্র্যাক এর আগ্রহে ও অনুদানে নখলার আব্দায় স্কুল স্থাপনের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বক্তৃতা করেন মোঃ রফিকুল ইসলাম, আলহাজ মিজানুর রহমান চৌধুরী, মোঃ ছালিক মিয়া, মোঃ সম্রাজ মিয়া, আঃ হালিম, মোঃ আলী হায়দর, মোঃ জিলু মিয়া, মোঃ মুনছব আলী, মোঃ হিরাজ মিয়া, মোঃ আবেদ মিয়া, নজির হোসেন, মোঃ আঃ আহাদ, মোঃ আব্দাল মিয়া, মোঃ শামীম আহমেদ, টেনু মিয়া, আজমত আলী, কদ্দুছ মিয়া, আব্দুর রশিদ, মাহফুজ মিয়া প্রমুখ।