Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত কুদরত নিহত ॥ ৬ পুলিশ আহত

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত সর্দার নিহত। এ সময় ডাকাতদের হামলায় পুলিশের ২ উপ-পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পাইপগান, গুলি, রামদাসহ বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। নিহত ডাকাত সর্দার কুদরত আলী (৪০) সদর উপজেলার দড়িয়াপুর গ্রামের বাসিন্দা উমর আলীর ছেলে। এ নিয়ে গতকাল বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (পিপিএম-বিপিএম)। 
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মঙ্গলবার ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশর্^বর্তী সুরাবই গ্রামের ফজলু মিয়ার বাঁশ বাগানে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানা ও ডিবি পুলিশ রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌছে। এ সময় পুলিশের উপস্থিতি আচঁ করতে পেয়ে ডাকাতরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। তারা এলোপাথারি গুলি ছুড়তে থাকে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে নিহত কুদরত আলীর পরিচয় নিশ্চিত হয় পুলিশ।
একই সাথে ঘটনাস্থল থেকে ১টি দেশীয় পাইপগান, ৬ রাউন্ড গুলি, ২টি রামদা, রডসহ ডাকাতির কাজে ব্যবহারের সরঞ্জমাদি উদ্ধার করা হয়। অভিযানকালে ডাকাত দলের হামলায় ডিবির এসআই আবুল কালাম আজাদ, এসআই মোজাম্মেল হক, কনস্টেবল জয়নাল আবেদিন, নুরুল ইসলাম, রনি কর ও রিপন আহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, নিহত ডাকাত সর্দার কুদরত সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করতো। তার বিরুদ্ধে মোট ১৩টি ডাকাতির মামলা রয়েছে। সে একজন আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার।