Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ পৌর এলাকার সরকারী ভাতা ভোগীদের এম.আই.এস-এ অন্তর্ভুক্তি কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর এলাকার সকল বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগীদের এম.আই.এস-এ অন্তর্ভুক্তি কার্যক্রম আজ নবীগঞ্জ পৌরসভার ডিজিটাল সেন্টারে সকাল ১০ ঘটিকায় নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষতি কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও দৈনিক হবিগঞ্জ সময় সম্পাদক মোঃ আলাউদ্দিন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আঃ ছালাম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুন্দর আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, বিশিষ্ট কবি আফতাব আল মাহমুদ, সমাজসেবক আবুল কালাম মিঠু প্রমুখ।
এই কার্যক্রম ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। ভাতা ভোগীদের স্ব-শরীরে উক্ত তারিখের মধ্যে পৌর ডিজিটাল সেন্টারে উপস্থিত হতে হবে। সঙ্গে আনতে হবে ১) ভাতার বই, ২) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ৩) নমিনীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি/জন্ম নিবন্ধনের ফটোকপি, ৪) ভাতা ভোগীর মোবাইল নম্বর/নমিনীর মোবাইল নম্বর। উক্ত কার্যক্রম সুষ্টু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য পৌর মেয়র উক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।