Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ নবীগঞ্জের দেবপাড়া ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ॥ কে হাসবেন বিজয়ের হাসি?

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ আজ ১৪ অক্টোবর নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে কে বিজয়ী হবেন তা নিয়ে প্রার্থী, সমর্থক ও ভোটারদের মধ্যে জল্পনা-কল্পনার শেষ নেই। ইউনিয়নের সর্বত্র চলছে চুলছেড়া বিশ্লেষণ। সাধারণ ভোটাররা মুখরোচক আলোচনায় ওজন মিলাচ্ছেন কার পাল্লা কতটা ভারী ! অনুষ্ঠিত নির্বাচনে প্রার্থীরা হলেন, দেবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আ.ক.ম. ফখরুল ইসলাম কালাম (আনারস), আ.লীগের মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরী (নৌকা), সদ্য প্রয়াত চেয়ারম্যান এড. মাসুম আহমেদ জাবেদ আলীর পুত্র যুবলীগ নেতা শাহ্ রিয়াজ নাদির সুমন (চশমা), দেবপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এড, জালাল আহমদ (ঘোড়া), মাওঃ ফখরুল ইসলাম চৌধুরী (মোটর সাইকেল)। নির্বাচনকে ঘিরে প্রচারণার শেষ দিনেও ইউনিয়নবাসীর সেবা করার জন্য সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া ও আশির্বাদ চেয়ে ভোটারদের সাথে কুশল-বিনিময় করছেন চেয়ারম্যান প্রার্থীরা। অনুষ্ঠিত এ নির্বাচনে ১৮ হাজার ২ শত ৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৪৮ ভোট এবং মহিলা ভোটার রয়েছেন ৯ হাজার ২ শত ৬৬ জন।
ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ভোটারদের কাছে মুখে-মুখে আলোচনায় এগিয়ে দেবপাড়া ইউনিয়নের একটানা ৫ বারের সাবেক চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আ.ক.ম ফখরুল ইসলাম কালাম।
শেষ প্রচারণায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুল মুহিত চৌধুরীর নৌকার পালে হাওয়া লেগেছে। মুহিত চৌধুরীর সমর্থনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামীলীগের নেতা-কর্মীরা, নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে মরিয়া হয়ে কাজ করছেন।
অপর স্বতন্ত্র প্রার্থী শাহ্ রিয়াজ নাদির সুমনও ভোটারদের মধ্যে আলোচনায় রয়েছেন। সুমনের প্রয়াত পিতা দুই বারের চেয়ারম্যান এড. মাসুম আহমেদ জাবেদ আলীর ভোট ব্যাংক হিসাবে রয়েছে মহিলা ভোটাররা।
উল্লেখ্য, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মুহিত চৌধুরী। ওই নির্বাচনে সদ্য প্রয়াত এড. মাসুম আহমদ জাবেদ আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আ.ক.ম ফখরুল ইসলাম কালাম। তিনি অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।
এদিকে দেবপাড়া ইউনিয়নের উপ-নির্বাচনে ৩টি ভোট কেন্দ্র ঝুকিপূর্র্ণ বলে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ প্রদান করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম। ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩টি হচ্ছে দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও দাখিল মাদ্রাসা, দেবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উত্তর দেবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। এজন্য অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স নিয়োগের দাবি জানানো হয়। উক্ত নির্বাচনকে অবাধ ও সুষ্টুভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় উপজেলা নির্বাচন অফিসার যাবতীয় প্রস্তুতি নিয়েছে।