Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনে সচেতনতা ও ঐক্য প্রক্রিয়া নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে পৌরসভার সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন। আয়োজিত সভায় ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচনী প্রক্রিয়ায় নবীগঞ্জ প্রেসক্লাব গঠন, নতুন সদস্য সংযোজন নিয়ে আলোচনা হয়। এছাড়াও সাংবাদিক মুরাদ আহমদ কর্তৃক জনৈক সাংবাদিক পরিবেশিত একটি খবরের লিংক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করায় একটি প্রভাবশালী মহলের হুমকির নিন্দা জ্ঞাপন করা হয়। সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, এম এ বাছিত, এম এ আহমদ আজাদ, আবু তালেব, মুরাদ আহমদ, আশাহিদ আলী আশা, শাহ সুলতান আহমদ, মো: সরওয়ার শিকদার, কিবরিয়া চৌধুরী, সলিল বরণ দাশ, সেলিম তালুকদার, আনিসুজ্জামান চৌধুরী রতন, আলমগীর মিয়া, এম মুজিবুর রহমান, আকিকুর রহমান সেলিম, হাবিবুর রহমান চৌধুরী শামীম, মহিবুর রহমান, আলী হাছান লিটন, এটিএম জাকিরুল ইসলাম, মতিউর রহমান মুন্না, এম এ মুহিত, বুলবুল আহমেদ, শওকত আলী, মহিবুর রহমান চৌধুরী তছনু, ছনি চৌধুরী, নাবিদ মিয়া, এস এম আমির হামজা প্রমুখ।
এদিকে মতবিনিময় শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিমের আহবানে চা চক্রে মিলিত হন সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়াও মতবিনিময় সভায় মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত দায়িত্ব পালনে প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের সহযোগিতার আহ্বান জানানো হয়।