Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি,’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচঙ্গে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বানিয়াচং উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস এর সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ১নং উত্তর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, ৪নং ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মোঃ রেখাছ মিয়া প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্যগন ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগের প্রস্তুুতি হিসেবে অগ্নি নির্বাপক কার্যক্রমের একটি মহড়া প্রদর্শন করে বানিয়াচং ফায়ার সার্ভিস।