Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে বৌদ্ধদের প্রবারণা উৎসবে ফানুস উত্তোলন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৌদ্ধদের প্রবারণা উৎসবে ফানুস উত্তোলন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ফানুস উত্তোলনের মধ্য দিয়ে প্রবারনা পুজার আনুষ্টানিকতা শুরু হয়। সারাদেশের ন্যায় হবিগঞ্জে পালিত হয়েছে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাব্রত পালনের পর এ প্রবারনা উৎসব পালন করা হয়। এর অপর নাম আশ্বিনী পূর্ণিমা। মূলত আষাঢ়ী পূর্ণিমা থেকে আশি^নী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা ধ্যান ভাবনা সমাধি করে থাকেন। এই তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা নিজস্ব বৌদ্ধ বিহারের বাইরে অন্যকোন বিহারে গিয়ে রাত্রি যাপন করতে পারেন না। মূলত সাধনা সিদ্ধির জন্য এই বর্ষাব্রত পালন। বর্ষাব্রত পালন শেষে প্রবারনা উৎসব। এই উৎসবকে ঘিরে সকাল থেকে বৌদ্ধ বিহারে শুরু হয় নানা ধর্মীয় প্রার্থনা।
এ উপলক্ষে গতকাল ফানুস উত্তোলন করা হয়। ফানুস উত্তোলনের উদ্ধোধন করেন দৈনিক মানবকণ্ঠ ও ঢাকা টাইমস টোয়েন্টি ফোর ডট কমের হবিগঞ্জ জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরী, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক ও দৈনিক সিলেট মিররের হবিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান তারেক। নানা আয়োজনের মধ্যে ছিল সকাল থেকে বুদ্ধ পুজা, ফুল পুজা, সংঘ দান সহ নানা বিধ দান। এছাড়া সন্ধ্যায় প্রদীপ জ¦ালানোর পর ও চুলামনি ধাতুর উদ্দেশ্যে উত্তোলন করা হয়েছে ফানুস। অনুষ্টানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ বৌদ্ধ বিহারের সভাপতি সাধন বড়ূয়া, ইশু ভুষন দাস, দিলীপ কুমার আচর্য্য, যুবানেল চাকমা, এএসআই রিপন বড়–য়া, রুমি বড়–য়া, সুমি বড়–য়া, পুরবী আচার্র্য্য, উর্মি বড়–য়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ভক্তগণ।