Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বালু উত্তোলনের কাজে ড্রেজার ও এক্সেভেটর মেশিন ব্যবহার চুনারুঘাটের প্রকৃতি ক্ষত-বিক্ষত

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ ক্ষত-বিক্ষত চুনারুঘাট। চা বাগান-পাহাড়, চড়া-নদী ভেঙ্গে গেছে। বাড়ি-ঘর, রাস্তাঘাট বিধ্বস্ত। জন চলাচলের কোন সুযোগ নেই। সাধারন যানবাহন জিম্মি হয়ে পড়েছে বালুবাহি ট্রাক-ট্রাক্টরের কাছে। সর্বদলীয় বালুখেকোদের হাতে জিম্মি মানুষ। শিক্ষালয়ের পাশেই দিন রাত চালানো হচ্ছে ট্রাক্টর-ট্রাক। চালকদের ধাপা-ধাপি, নাচা-নাচিতে শান্তির পরিবেশ অশান্ত হয়ে পড়েছে। প্রশাসন অসহায়। সাধারন মানুষের এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার কোন উপায় কিংবা সুযোগ নেই। প্রাকৃতিক সম্পদে ভরপুর চুনারুঘাট উপজেলা। এখানে রয়েছে ১৮ হাজার একর বনভূমি। রয়েছে ছোট-বড় ২২টি চা বাগান। পাহাড়-বাগানকে ঘিরে রয়েছে ১৩টি পাহাড়ি নদী-চড়া। চুনারুঘাট উপজেলার সাতছড়ি ও কালেঙ্গা বনকে পশু-পাখির অভয়াশ্রম ঘোষনা করে সেখানে গড়ে তোলা হয়েছিল ন্যাশনাল পার্ক। সেই পার্ক বা প্রাকৃতিক সৌন্দর্য্যকে উপভোগ করার জন্য প্রতিটি রাস্তাকেও আধুনিকায়ন করা হয়েছিল। কিন্তু কিছুই অবশিষ্ট নেই। সবই বলতে গেলে ভেঙ্গে গেছে। নির্বিচারে বালু উত্তোলনের কারনে চা বাগান, পাহাড়ী অঞ্চলের কৃষি জমিতে তৈরী হয়েছে বিশাল গর্ত, খানাখন্দক। অনেক স্থানে চলাচলের রাস্তা ভেঙ্গে যাওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে গমনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। খনিজ সম্পদ মন্ত্রণালয় ও স্থানীয় রাজনৈতিক নেতা-পাতি নেতাদের যোগ সাজস ও আইনের ফাঁক ফোকরে বালু খেকোরা চুনারুঘাটকে ধ্বংশ করে দিয়েছে। এমন মন্তব্যই করছেন পরিবেশবাদি মানুষ জন। চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নে প্রতিটিতেই চলছে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন। এ প্রক্রিয়া চালানো হচ্ছে বিগত ১৫ বছর ধরে। খোয়াই, ইছালিয়া, সুতাং, মুড়িচড়া, করাঙ্গীসহ ১৩টি নদীতে কয়েক’শ ড্রেজার মেশিন দিয়ে উত্তোলন করা হয় সিলিকা বালু। এসব বালু জন চলাচলের রাস্তার উপর ডিপো করে রাখা হয়। চুনারুঘাটে এ ধরনের ডিপো রয়েছে দুই থেকে আড়াই’শ টি। প্রতিটা ডিপোতে ১২ থেকে ১৩টি ট্রাক্টর বালু আনা নেয়ায় কাজে নিয়োজিত। প্রশাসনের নাকের ডগায় এসব অপকর্ম হচ্ছে কিন্তু কেউ কোন পদক্ষেপ নিতে পারছেন না। গাজীপুর ইউনিয়নের দুধপাতিল সরকারী প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর হাইস্কুল এন্ড কলেজ, জারুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, জারুলিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্র, গ্রামীণ ব্যাংক চত্ত্বরসহ নানা স্থানে রয়েছে বালুর ডিপো। আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়, দক্ষিণ কালিশিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে রয়েছে ১০টি বালুর ডিপো। দেওরগাছ ইউপি’র চান্দপুর, রামগঙ্গা, দেওরগাছ, কাচুয়া, আমকান্দিসহ বিভিন্ন স্থানে বালুর ডিপো রয়েছে ২০টি। শানখলা, পাইকপাড়া, মিরাশি, সাটিয়াজুড়ি, রানীগাও ও চুনারুঘাট সদর ইউনিয়নে শতাধিক বালুর ডিপো বিদ্ধমান। কাচুয়া, রাজার বাজার, আসামপাড়া, পাকুরিয়া, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার ডিপোগুলো বিশালাকার। এখানে ড্রেজার মেশিন ছাড়াও এক্সেভেটর ব্যবহৃত হয় বালু উত্তোলনের কাজে। চুনারুঘাটের বালুর রং সাদাটে হবার কারনে এ বালুর কদর বেশী। সারা দেশের বালু ব্যবসায়ীরা চুনারুঘাটের বালুকেই ব্যবসার প্রধান কাঁচামাল মনে করে থাকে। সে জন্য রাজনৈতিক প্রভাব এখানে বেশী প্রয়োগ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বালুর বিরুদ্ধে ব্যবস্থা যৎসামান্যই নেয়া যায়। কার্যকর ব্যবস্থা নিতে গেলেই বদলীর হুমকী আসে। চাকরি খাওয়ারও হুমকী আসে। রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, বিগত ৩/৪ মাস পূর্বে বিদ্যালয়ের ১৩ শ শিক্ষার্থী বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন করেছিলো। পাশের খোয়াই নদী থেকে বালু উত্তোলন করে বিদ্যালয়ের পাশের সড়ক দিয়ে তা ডিপোতে আসতো। এতে শিক্ষার্থীদের লেখা পড়ার মারাত্মক ক্ষতি হতো। বানববন্ধন করার পর ১ মাস বন্ধ ছিলো বালু উত্তোলন। এখন অবস্থা আগের চেয়ে আরো বেশী খারাপ হয়েছে। বালু ব্যবসায়ীরা বানববন্ধনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বীরদর্পে চালাছে তাদের অপকর্ম। এ ধরনের অভিযোগ সারা উপজেলাতেই। গত ৫ অক্টোবর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি এলাকায় এসে বালুর উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। সেই নির্দেশের পর ১১ অক্টোবর উপজেলা প্রশাসন শানখলা উইনয়নের পানচড়ি আশ্রয়ন প্রকল্পের কাছে বালু উত্তোলন কাছে ব্যবহৃত কয়েকটি মেশিন জব্দ করেন। রাতের বেলা এ অভিযানটি পরিচালিত হবার কারনে এ নিয়ে রয়েছে নানান কথা। ভোক্তভোগীরা বলছেন, দিনের বেলা অভিযান পরিচালিত হলে, বালু বহনের কাজে ব্যবহৃত যান বাহন পাওয়া যেতো, বালু উত্তোলনকারীদেরকেও পাকড়াও করা যেতো। কিন্তু প্রশাসন অভিযানটি পরিচালনা করেছে রাতে রহস্যজনক কারনে। এটাকে স্থানীয়রা আই ওয়াস বলে মনে করছেন। শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকার এক শিক্ষক বলেন, পাকৃতিক সম্পদে ভরপুর চুনারুঘাটকে বাঁচাতে হলে মেশিন দিয়ে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করতে হবে। নতুবা চুনারুঘাটকে বাঁচানো যাবে না। চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের বলেন, চুনারুঘাটে বাল উত্তোলণ চিরতরে বন্ধ রাখতে না পারলে চুনারুঘাটের প্রকৃতিকে বাঁচানো যাবে না। বালু লীজপ্রথা এখনই বন্ধ করার দাবী জানান তিনি।