Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নাগরিক কমিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সদর উপজেলার উচাইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক এমপি ও নাগরিক কমিটির সভাপতি এডভোকেট চৌধুরী আব্দুল হাই। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন ভূইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, হবিগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ ‘ল’ কলেজের অধ্যক্ষ ব্যারিষ্টার মোঃ সাখাওয়াত হোসেন খান। উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার। এতে বক্তব্য রাখেন, মোঃ আইন উল্লাহ, বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ ফারুকুজ্জামান, জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক আব্দুল মুকিত। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ইকরামুল ওয়াদুদ, আলহাজ্ব এম এ মতিন খান, আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, তাহমিনা বেগম গিনি, সৈয়দ জাহেদুল ইসলাম জাহেদ, তবারক আলী লস্কর, আমজাদ হোসেন চৌধুরী, এডভোকেট রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, এডভোকেট ইলিয়াছ বখত চৌধুরী, এডভোকেট শামীম আহমেদসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার জনপ্রতিনিধিবৃন্দ। দিনব্যাপী পরিচালিত মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা দিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক কান গলা রোগ বিভাগের অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সিনিয়র কনসালটেন্ট সার্জারী বিভাগের ডাঃ মোস্তাফিজুর রহমান, নাক কান গলা রোগ বিভাগের সার্জন ডাঃ মুখলেছুর রহমান শামীম, বারডেম হাসপাতালের মেডিসিন ডায়াবেটিস, হরমোন বিভাগে বিশেষজ্ঞ ডাঃ আব্দুল হান্নান তারেক, ডাঃ চৌধুরী নিয়াজুজ্জামান নিয়াজ, ডাঃ অভিজিত রায়, ডাঃ কাজী আহমদুল্লাহ হক, ডাঃ শওকাতুল আম্বিয়া, ডাঃ রোজিনা রহমান, ডাঃ দেবলীনা দাশ, ডাঃ সাজ্জাতুল মামুন, ডাঃ আশফাক উদ্দিন আরিফ। এতে ১ হাজার ৫শত রোগীকে ব্যবস্থাপত্রসহ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।