Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দ্রুতবিচার ট্রাইব্যুনালে আবরার হত্যার বিচার চায় ১৪ দল

এক্সপ্রেস ডেস্ক ॥ ছাত্রলীগ নেতাকর্মীদের নৃশংস পিটুনিতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার দ্রুতবিচার ট্রাইব্যুালে করার দাবি জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দ্রুত সম্পন্ন করতে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তবে এই হত্যাকান্ড নিয়ে বিএনপি রাজনীতি করছে বলেও অভিযোগ করেছে ১৪ দল।
গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জোটের মুখপাত্র এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। ১৪ দলের এই মুখপাত্র বলেন, ‘দ্রুতবিচার আইনের আওতায় এনে দ্রুতবিচার ট্রাইব্যুনাল গঠন করে আবরার ফাহাদ হত্যার বিচার করতে হবে। স্বল্প সময়ের মধ্যে এসব খুনির বিচার দাবি করছি। আমরা আশা করছি দ্রুতই এ হত্যাকান্ডের বিচার হবে।’ বুয়েট ভিসির সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা খুব দুঃখ পেয়েছি, বুয়েটের ভিসি তাৎক্ষণিকভাবে তার সন্তানতুল্য আবরার হত্যাকান্ডের পরে সেখানে গেলেন না কেন। এটা অত্যন্ত দুঃখজনক, একজন ভিসির কাছে এ ধরনের আচরণ আশা করি না। আমরা অত্যন্ত উদ্বিগ্ন হই যখন দেখি বিশ্ববিদ্যালয়গুলো প্রশ্নবিদ্ধ হয়। বিশ্ববিদ্যালয়গুলো কেন প্রশ্নবিদ্ধ হচ্ছে। কী কারণে হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক ঘটনা ঘটছে। এটার জন্য আমরা উদ্বিগ্ন। সুযোগ্য ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তি এবং যোগ্য ব্যক্তিকে ভিসি পদে বসানো উচিত।’
সভায় আরও উপস্থিত ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পাটির (জেপি) সাধারণ সম্পদাক শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রমূখ।