Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা গ্রহন করতে হবে-অতিরিক্ত পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার ॥ ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শায়েস্তাগঞ্জ (ইউসাস) কর্তৃক আয়োজিত শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলে ইউসাস মেধা উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ উৎসবে অতিথি ছিলেন সাবেক সচিব অশোক মাবধ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, শায়েস্তাঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার প্রমূখ।
অতিথি হিসেবে বক্তৃতাকালে অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম বলেন- এ উৎসব অনুষ্ঠানে আয়োজন একটি ভালো উদ্যোগ। কেন না এ অনুষ্ঠানের ফলে শিক্ষার্থীদের মেধা বিকশিত হবে। একটি শিক্ষার্থীর স্বপ্নের সাথে জড়িত আছে, তার বাবা-মা পরিবার সমাজ তথা রাষ্ট্রের আশা-আকাড়খা। তাই শিক্ষার্থীর উচিত অযথা সময় নষ্ট না করে পড়ালেখায় মনোযোগী হওয়া। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। উৎসবে ১ হাজার ৪শ শিক্ষার্থীদের সমাগম ঘটে। তাদের মধ্যে তিনটি আলাদা আলাদা বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।