Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সাহিত্য পরিষদের আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলা সাহিত্যের দুই শ্রেষ্ট প্রতিভা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর প্রয়ান দিবস উদযাপন উপলক্ষে ‘হবিগঞ্জ সাহিত্য পরিষদ’র মাসিক সাহিত্য আসরে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় স্থানীয় সুরবিতান মিলনায়তনে এ আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাহিত্যিক ও গীতিকার এডভোকেট মোঃ শাহজাহান বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ ওয়াহিদ-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ, প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুমিন। এতে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, সহ-সভাপতি প্রফেসর ইকরামুল ওয়াদুদ। অনুষ্ঠানে আলোচনা এবং কবিতা আবৃত্তি করেন সংগঠনের সদস্য বানিজ্য মন্ত্রনালয়ের চীফ একাউন্স অফিসার (অবঃ) লেখক মোঃ আব্দুল হক, লেখক ও গবেষক সৈয়দ মাহবুব জিলানী হিরন, লেখক ও গীতিকার মোঃ কদ্দুছ আলী মনোহর, লেখক ও সাংবাদিক দিদার এলাহী সাজু, ওয়ারেন্ট অফিসার (অবঃ) শাহ কিম্মত আলী, আমাদের গল্পকথা’র প্রতিষ্ঠাতা সভাপতি লেখক সৈয়দ আসাদুজ্জামান সুহান, লেখক ও শিক এম.এ ওয়াহেদ, লেখক আব্দুল্লাহ আবীর, লেখক মোঃ জাকির হোসেন বাহাদুর, লেখক ও গবেষক জাকারিয়া স্বাধীন, লেখক ইফতেকার তরফদার তারেক, লেখক সাজ্জাত চিহ্ন, লেখক ও ইউপি সচিব এসএম শাহেদ ও লেখক আবু বক্কর চৌধুরী শান্ত প্রমূখ। আলোচনা ও কবিতা আবৃত্তি শেষে হবিগঞ্জ সাহিত্য পরিষদের ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘প্রত্যয়’ (ম্যাগাজিন) রবীন্দ্র-নজরুল প্রয়ান সংখ্যা ২০১৯-এর মোড়ক উন্মোচন করা হয়।
হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জের উপজেলার বিভিন্ন
পুজামন্ডপ পরিদর্শনে এমপি আবু জাহির
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ও নিজামপুর ইউনিয়নের দুইটি পূজামন্ডপ এবং শায়েস্তাগঞ্জ পৌরসভার ৫টিসহ শায়েস্তাগঞ্জ উপজেলায় আরো বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে এমপি আবু জাহির এর সাথে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, শায়েস্তাগঞ্জ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ আব্দুল মুকিত, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাসুদুজ্জামান মাসুক, নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলিছুর রহমান প্রমুখ।