Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পূজা মন্ডপে নিরাপত্তার জন্য হবিগঞ্জ জেলা জুড়ে আনসার মোতায়েন

স্টাফ রিপোর্টার ॥ ‘শান্তি শৃংখলা উন্নয়ন নিরাপত্তা সর্বোত্ত্বই আমরা’ এই শ্লোগানকে সামনে রেখেইে সরকারের বিভিন্ন অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে আনসার ভিডিপি সদস্য-সদস্যাগণ। এবারের আসন্ন শারদীয় দূর্গা পুজায়ও পুলিশের পাশাপাশি হবিগঞ্জ জেলায় মোতায়েন করা হয়েছে আনসার ভিডিপি সদস্য-সদস্যাগণকে।
জানা যায়, এবারের দূর্গাপুজায় হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ-এর এক আদেশ মতে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (সকল) মন্ডপ ভিত্তিক আনসারের সদস্য-সদস্যাগণকে যথাযথভাবে আইনশৃংখলা রক্ষায় পদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ব্রিফিং দেন।
জেলার নয়টি উপজেলায় ১২৫জন পিসি, ৬৬৯জন এপিসি ও ১০৮৪জন পুরুষ আনসার এবং ১৩৩৮জন মহিলা আনসার ভিডিপি সদস্য-সদস্যাকে বিভাজন অনুযায়ী অঙ্গীভূতির আদেশ প্রাপ্ত সর্বমোট ৩২১৬ জনকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ এর সাথে সমন্বয় পূর্বক প্রত্যেক উপজেলা আনাসার ভিডিপি কর্মকর্তার আওতাধীন এলাকায় স্থাপিত পুজা মন্ডপে মোতায়েন নিশ্চিত করেন।
দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন খান ও সদর থানার অফিসার ইনর্চাজ মোঃ মাসুক আলী হবিগঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপি সদস্য সদস্যাদের উদ্দেশ্যে সদর থানা কমপ্লেক্স ভবনের সামনে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
শারদীয় দূর্গাপুজা-২০১৯ উদযাপন উপলক্ষে এবার ৬৬৯টি পূজা মন্ডপের মাঝে ১২৫টি মন্ডপকে অধিক গুরুত্বপূর্ণ ১৬৫টি মন্ডপকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে ৩৭৯টি মন্ডপকে সাধারণ মন্ডপ হিসেবে চিহিৃত করা হয়েছে বলে হবিগঞ্জ জেলা আনসার ভিডিপির এক সুত্রে জানা গেছে।