Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নবীগঞ্জ পৌর শাখা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ পৌর শাখা কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকালে নবীগঞ্জ পৌরসভার শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গনে, পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ পৌর শাখার সভাপতি ও নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র- বাবুল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বিভূ আচায্যের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মৃণাল কান্তি রায় মিনু, মতিলাল আচার্য্য, প্রমথ চক্রবর্ত্তী বেণু, অজিত চন্দ্র দাশ, রণজিৎ চক্রবর্ত্তী নান্টু, রঙ্গ লাল রায়, মৃদুল রায়, অশোক তরু দাশ, অনজিৎ দাশ লিটন, রতন মহালদার, রুপায়ন চক্রবর্ত্তী রুপু, সমিরণ চক্রবর্ত্তী, গৌতম পুরকায়স্থ, সুবল চন্দ্র দেব, পান্ডব দেব, সুনিল চন্দ্র দেব, বাবুল দেব, স্বাধন দাশ, বিষ্ণু আচার্য্য, বিজয় দেব, রুবেল রায়, গোপাল চক্রবর্ত্তী, সমর গোপ, পিনাক পুরকায়স্থ নান্তু। নিশি কান্ত সুত্রধর, অমলেন্দু সুত্রধর, ভানু চন্দ্র দাশ, মিঠু পাল, গৌরমনি সরকার, দেবী প্রসাদ রায় ও বিনয় রায় প্রমুখ। এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার ৮টি পূজা মন্ডপের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। প্রস্তুতি সভা শেষে, বাংলাদেশ সরকার কর্তৃক বরাদ্ধকৃত পৌরসভার ৮টি পূজা মন্ডপে ৫০০ কেজি করে চাল পূজা উদযাপন কমিটির কাছে সমজিয়ে দেয়া হয়। সভাপতির বক্তব্যে নবীগঞ্জ পৌর শাখা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল চন্দ্র দাশ বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এ পূজা চিরায়ত ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির মেলবন্ধনে এক অনুপম প্রীতিময় আনন্দ উৎসব। অশুভ ও অপশক্তির পরাজয় ও শুভশক্তির জয়, সত্য ও সুন্দরের আরাধনায় সর্বজীবের মঙ্গলসাধন শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। শারদীয় দুর্গোৎসব সমাজকে অসহিষ্ণুতা, হিংসা, বিদ্বেষ ও দ্বন্দ্ব-সংঘাতের অশুভ প্রভাব থেকে মুক্ত করে মানুষের মধ্যে ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহমর্মিতা প্রতিষ্ঠা করে। প্রতিবছরের ন্যায় এবারও সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধন অটুট রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন শারদীয় দুর্গো উৎসব উদযাপন করার আহ্বান জানান।