Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নবীগঞ্জ পৌর পূজামণ্ডপ নেতৃবৃন্দের নিয়ে সমন্বয় সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে নবীগঞ্জ পৌরসভা কর্তৃক গতকাল ৩০ সেপ্টেম্বর বিকেলে পৌর পরিষদ, নবীগঞ্জ উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ এবং পূজামণ্ডপ নেতৃবৃন্দের সমন্বয় সভা পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, নবীগঞ্জ গোবিন্দ জিউ আখড়া কমিটির সভাপতি নিখিল চন্দ্র আচার্য্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সুখেন্দু রায় বাবুল, পৌরশাখার সভাপতি বাবুল চন্দ্র দাশ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র রায়, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও হবিগঞ্জ সময় সম্পাদক মো আলাউদ্দিন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুন্দর আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, বিশিষ্ট ব্যাবসায়ী সুবিনয় কর, বিধান ধর, গোবিন্দ জিউ আখড়া পূজা মণ্ডপের সভাপতি অশোকতরু দাশ, গীতা পাঠক সঞ্জয় দাশ, অজিত দাশ, মৃদুলকান্তি রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি রঙ্গলাল রায়, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক নীলকণ্ঠ দাশ সামন্ত নন্টি, পৌর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু, সাংগঠনিক সম্পাদক বিভু আচার্য্য, গোবিন্দ জিউ আখরা পূজা মন্ডপের সাধারণ সম্পাদক অনজিৎ দাশ লিটন, পূর্ব তিমিরপুর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নিশিকান্ত সূত্রধর, সংঘমিত্র পূজা মন্ডপের সভাপতি সাধন চন্দ্র দাশ, গীতাসংঘের সভাপতি সুবল চন্দ্র দেব, জয়দুর্গা যুব সংঘের সভাপতি সুনীল চন্দ্র দেব, সাধারণ সম্পাদক বারীন্দ্র ধর, সাবেক মেম্বার রসময় শীল, প্রগতি সংঘের সভাপতি পিযুষ কান্তি দাশ পিতু, স্বপ্ন সংঘের সভাপতি রাখাল চন্দ্র দাশ, পূর্ব তিমিরপুর পূজা কমিটির সভাপতি পিনাক পুরকায়স্থ নান্তু, সাধারণ সম্পাদক নিশিকান্ত সূত্রধর, সন্যাসসংঘ পূজা মণ্ডপের সভাপতি ভানু দাশ, সাধারণ সম্পাদক মিঠু পাল, সুবিনয় দাশ, হিমাংশু সরকার, পান্ডব দেব, সুকান্ত দাশ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন গৌরমনি সরকার, সুকেশ চন্দ্র দেব, বাদল চন্দ্র দেব, তপন দাশ, কানাই, শংকর দাশ, কিরণ সরকার, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, পৌরসচিব মোঃ আজম হোসেন, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী প্রমুখ। সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী আসন্ন দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও নির্বিগ্নে সম্পন্ন হওয়ার জন্য যা যা করণীয় পৌরসভার পক্ষ থেকে সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। তিনি এ ব্যাপারে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সুশীল সমাজ সর্বোপরি বিভিন্ন পূজা মণ্ডপের পূজারীবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন। সভাশেষে তিনি পৌরসভার পক্ষ থেকে পৌরসভার ৮টি পূজামণ্ডপের প্রতিটি কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে ৮ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।