Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাস্তবমুখী পরিকল্পনা স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন আনতে পারে-মুশফিক চৌধুরী

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মোঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে হলে বাস্তবমুখী পরিকল্পনা করতে হবে। সরকার মাতৃ এবং শিশুমৃত্যু কমানোর লক্ষ্যে তৃণমূল পর্যায়ে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনা বাস্তবায়নে সরকারী বেসরকারী সকল পর্যায় থেকে এগিয়ে আসতে হবে। গতকাল সোমবার হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল কনফারেন্সর রুমে জেলা বার্ষিক পরিকল্পনা বিষয়ক কর্মশালায় প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং ইউএসএআইডি’র অর্থায়নে মামনি এমএনসিএসপি-র সহায়তায় কনসালটেন্ট শিশু ডাঃ কায়ছার রহমানের সভাপত্তিত্ত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ শোভন কুমার বসাক, সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা মীর সাজেদুর রহমান, প্রেস ক্লাব সভাপতি হারুনুর রশীদ, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শামিমা আক্তার, পুলিশ পরিদর্শক মোঃ আনিসুর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সেইভ দা চিলড্রেন এর ম্যানেজার ডিস্ট্রিক ইমপ্লিমেন্টশন রওশন আরা বেগম প্রমুখ। সভায় আগামী ১বছর জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমের সমন্বিত উদ্যোগের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়।