Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং-আজমিরীগঞ্জে শিক্ষার ক্ষেত্রে ২শ কোটির টাকার উন্নয়ন হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ১৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে বানিয়াচং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। অত্র টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর এর মাধ্যমে আরো একধাপ এগিয়ে গেল বানিয়াচং হাওর অঞ্চলের শিক্ষাক্ষেত্র। অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে বানিয়াচংবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরন হয়েছে। পড়ালেখার পাশাপাশি দক্ষ জনবল তৈরীতে এ প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এমপি মজিদ খান এর ঐকান্তিক প্রচেষ্টায় হাওর অঞ্চল অধ্যূষিত বানিয়াচং-আজমিরীগঞ্জে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। এ পর্যন্ত বানিয়াচং-আজমিরীগঞ্জে শুধুমাত্র শিক্ষার উন্নয়নে প্রায় ২শ কোটির টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। গতকাল জাতুকর্নপাড়ায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার। আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তজম্মুল হক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। অন্যানের মধ্যে বক্তব্য, রাখেন ইউপি চেয়ারম্যার মাওলানা হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী বিপূল ভূষণ রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, যতদিন দেহে প্রাণ আছে মানুষের সেবা করে যাবো। আজকের ছাত্ররাই আগামীতে দেশের নেতৃত্বে আসবে। অতএব তাদেরকে সেভাবেই প্রস্তুত করে গড়ে তুলতে হবে। পড়ালেখার পাশাপাশি কারিগরী শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে। কারিগরী শিক্ষা হচ্ছে হাতে কলমে শিক্ষা, যা কর্মক্ষেত্রে খুবই কাজে আসবে।