Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদের মেধা-বৃত্তি পরীক্ষা সম্পন্ন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে সফলভাবে সম্পন্ন হয়েছে চতুর্থ মেধা-বৃত্তি পরীক্ষা ২০১৯। গতকাল শুক্রবার শাহ্ তাজ উদ্দিন কুরেশী (রহ.) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম, ৮ম ও দশম শ্রেণীর ২শ শিক্ষার্থী। পরীক্ষা চলাকালীন সময়ে পরিদর্শন আসেন বাউসা ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী, শিক্ষকবৃন্দ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে তারা বলেন, সামাজিক সংগঠন লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদ প্রতিবছর মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরিষদের নেতৃবৃন্দের উদ্যোগকে তারা স্বাগতম জানিয়ে আরো বলেন, প্রতিটি ইউনিয়নে যদি লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদের মতো এই রকম সৃজনশীল উদ্যোগ নেওয়া হয়, তাহলে দেশের শিক্ষার হার আরো অগ্রগতি হবে। মেধা বৃত্তি পরীক্ষার হল পর্যবেক্ষনে দায়িত্বে থাকা পরিষদের নেতৃবৃন্দরা বলেন, আমরা সবাই মিলে শিক্ষাক্ষেত্রে এ ধরনের উদ্যোগ নিলে সমাজ ও দেশ উপকৃত হবে। লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক আবুল হাসান বলেন, লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদ একটি সামাজিক ও শিক্ষামূলক সংগঠন। শিক্ষামূলক ও সামাজিক কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা সকলের সার্বিক সহযোগিতায় মানুষের কল্যাণে সেবামূলক উদ্যোগ নেওয়ার চেষ্টা করবো। আমাদের এ ধরনের উদ্যোগ অব্যহত রাখতে বাউসা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া আর্শিবাদ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।