Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাতীয় শিশু-কিশোর নাট্যেৎসবে ‘সুন্দরম’-এর ‘তোতাকাহিনী’র মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শিশু-কিশোর নাট্যেৎসব ও সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করে নাটক ‘তোতাকাহিনী’ মঞ্চস্থ করেছে হবিগঞ্জের দল ‘সুন্দরম্’। গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ঢাকাস্থ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে নাটকটি মঞ্চস্থ হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন সিদ্দিকী হারুন ও নির্দেশনায় ছিলেন ইয়াছিন খাঁ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছে সারং, সাকি, নাজু, স্বপ্ন, নীলা, কাঁকন ও সিয়াম। সেট ডিজাইন-আব্দুল মুনিম তরফদার, পোশাক-ইয়াছিন খাঁ, আলোক পরিকল্পনা-জুবায়েদ হোসেন ও ফরহাদ চৌধুরী এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন সুবীর রায়।
গত ২০ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ উৎসব আয়োজনে ছিল পিপলস্ থিয়েটার এসোসিয়েশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘তোতাকাহিনী’ নাটকটি খোয়াই থিয়েটারের শিশু-কিশোর সংগঠন ‘সুন্দরম্’ ও হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। একই অনুষ্ঠানে সুন্দরমের ক্ষুদে নাট্যশিল্পী নীলাকে ‘মঞ্চকুঁড়ি’ পদকে ভূষিত করা হয়। প্রদশর্নী শেষে দলের সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন নাট্যব্যক্তিত্ব আমিনুর রহমান মুকুল। সারাদেশ থেকে আগত বিপুল সংখ্যক দর্শক ‘তোতাকাহিনী উপভোগ করে। উল্লেখ্য, ২ যুগেরও অধিক সময় ধরে সুন্দরম্ দেশে ও বিদেশে নাটক মঞ্চায়ন করে সুনাম কুড়িয়ে আসছে।