Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উগান্ডার রাজধানী কাম্পালায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিলেন এমপি অ্যাডভোকেট আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল তিনি বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনধি দলের পক্ষে দেশটির রাজধানী কাম্পালায় বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন। পরে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান। সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। পরে এমপি আবু জাহিরসহ বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা উগান্ডা শহরের জিনজা শহরের বিভিন্ন স্থান পরিদর্শনে যান।
৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারী কনফারেন্সে (সিপিএ) যোগ দিতে গত সোমবার রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেট্স এয়ারলাইন্সের একটি ফাইটে করে উগান্ডার রাজধানী কাম্পালার উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ত্যাগ করেন।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দলের হয়ে উক্ত কনফারেন্সে অংশ নিবেন এমপি আবু জাহির। আগামী ৩০ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।
প্রতিনিধি দলে অন্যান্যের মাঝে রয়েছেন- বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বেগম সাগুফতা ইয়াসমিন এমপি, সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, অতিরিক্ত সচিব আ.ই.ম. গোলাম কিবরিয়া, উপ সচিব মোঃ এনামুল হক, সংসদ সচিবালয়ের পরিচালক মোঃ তারিক মাহমুদ ও জাতীয় সংসদের স্পীকারের একান্ত সহকারী মোঃ তৌফিক ই-লাহী-চৌধুরী।