Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে প্রতারক নারী মনির জামিন না-মঞ্জুর

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে মানহানীকর মিথ্যা স্ট্যাটাস এবং বিভিন্ন ভূয়া একাউন্ট খোলে প্রতারণার অভিযোগে ভূয়া সাংবাদিক ফরজুন আক্তার মনির জামিনের আবেদন আদালত না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে। তাকে বুধবার সকালে হবিগঞ্জ আদালত ভুয়া সাংবাদিক জামিন শোনানিতে জামিন না-মঞ্জুর করে আগামী সপ্তাহে তার রিমান্ডের আবেদন শোনানি হবে। মামলার বাদী পক্ষে শোনানিতে অংশ নেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, সাবেক পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, এডঃ মঞ্জুর উদ্দিন শাহীন, ও এডঃ আবু বক্কর সিদ্দিক তাহিদ প্রমূখ এবং আসামী পক্ষে ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আবুল ফজল ও এডঃ আবুল মালিক হৃদয় প্রমুখ। গত রবিবার বিকেলে শহরতলীর জে.কে উচ্চ বিদ্যালয় পয়েন্ট থেকে নবীগঞ্জ থানার একদল পুলিশ ডিজিটাল নিরাপত্তা ও তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার করা হয়। পুলিশ উক্ত অভিযোগের সত্যতা পেলে গতকাল রবিবার বিকেলে থানার এসআই শামসুল ইসলাম, এসআই শমীরণ দাশের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২টি এনআইডি কার্ড, বিভিন্ন সংস্থার বেশ কিছু ভূয়া আইডি কার্ড, ৩টি মোবাইল ফোন, ১০ টি সিম কার্ড, একটি কলম ক্যামেরা এবং মোবাইলে শতাধিক পর্ণ ভিডিও ব্লুু ফিল্ম বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।