Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পল্লী নারী জাগরণ সংস্থা নামের হায় হায় কোম্পানীর প্রতারণা ॥ পুটিজুরীতে ঋণ দেয়ার কথা বলে কয়েক লাখ টাকা নিয়ে উধাও

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের পুটিজুরীতে পল্লী নারী জাগরণ সংস্থা নামে এক হায় হায় কোম্পানী প্রতারণার মাধ্যমে সাধারণ লোকজনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত ২৬ এপ্রিল যাদবপুর গ্রামের কাউসার মিয়া নামে এক ব্যক্তির একটি বাসা ভাড়া নিতে আসে দুই ব্যক্তি। তারা ওই বাসায় পল্লী নারী জাগরণী সংস্থা নামে একটি এনজিও অফিস স্থাপনের প্রস্তাব দিলে বাসা মালিক রাজি হন। ২ লাখ টাকা জামানত ও ৪ হাজার টাকা মাসিক ভাড়ায় উভয় পক্ষের মাঝে দফা-রফা হয়। সে মোতাবেক জমাতের টাকা মে মাসের প্রথম সাপ্তাহে পরিশোধের কথা বলে ওই বাসায় অফিস কার্যক্রম শুরু করে ওই দুই ব্যক্তি। তারা বাসায় একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে কার্যক্রম শুরু করে। তারা ওই বাসার নিকটবর্তী যাদবপুর গ্রামের আহাদ মিয়ার ফার্নিসার দোকানে প্রায় ৮৫ হাজার টাকার ফার্নিসার তৈরিরও অর্ডার দেয়। আগামী ৫ মে অফিস উদ্বোধনের তারিখ জানিয়ে এলাকার নেতৃস্থানীয় লোকজনকে দাওয়াতও দেয় ওই চক্রটি। দ্রুত এসব আয়োজনের পরপর তারা নেমে পড়ে পুটিজুরী এলাকার আশপাশের গ্রামগুলোতে। তারা টার্গেট করে স্থানীয় ব্র্যাক, গ্রামীণ ব্যাংক ও আশা’র মহিলা সমিতিগুলোর নেত্রীদের। তারা তাদের ৬ হাজার টাকা সঞ্চয়ের মাধ্যমে ১ লাখ টাকা ঋণ দানের প্রলোভন দেয়। এতে কাজ হয় টনিকের মতো। রাজসুরত গ্রামের শিজিল তালুকদার ২ লাখ টাকা ঋণ পাওয়ার আশায় ১০ হাজার টাকা, একই গ্রামের শ্রমিক আবিদ আলী ৫ হাজার টাকা, আব্দানারায়ন গ্রামের আম্বিয়া বেগম ৩ হাজার টাকা সহ আরো অসংখ্য লোকজন ‘পল্লী নারী জাগরণ সংস্থা’ নামের হায় হায় কোম্পানীর প্রতারকদের হাতে তোলে দেন কয়েক লাখ টাকা। ওইসব টাকা নিয়ে প্রতারকরা লোকজনকে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার ঋণ দানের তারিখ প্রদান করে। বুধবার কিছু লোক ঋণ নিতে অফিসে এলে প্রতারকরা তাদের অফিসে বসিয়ে রেখে টাকা আনতে বাহুবল ব্যাংকের কথা বলে পালিয়ে যায়। এর তাদের মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা একবার বাহুবল ও একবার মিরপুর ব্যাংকে আছে বলে জানায়। দিনশেষে ওই প্রতারকরা আর অফিসে ফিরে না গেলে হতাশ হয়ে ঋণ নিতে আসা লোকজন খালি হাতে বাড়ি ফিরে।