Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী শাহজাহান অস্ত্রসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের নোয়াগড় গ্রামের শাহজাহানকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার দিবাগত রাত ৩টার দিকে বানিয়াচং থানা পুলিশ এর কাছে শাহজাহানকে সোপর্দ করে র‌্যাব। আগের দিন রাত ৩টার দিকে বানিয়াচং ঝিংড়ি ব্রিজ এলাকা থেকে শাহজাহানকে গ্রেফতার করা হয়। এসময় শাহজাহানের দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। গতকাল অস্ত্র উদ্ধারের ঘটনায় বানিয়াচং থানায় র‌্যাব এর ডিএডি মো: নাজির হোসেন বাদী হয়ে বানিয়াচং থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে থানার সেকেন্ড অফিসার এসআই হুমায়ুন। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারক এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। আজমিরীগঞ্জ থানা পুলিশ বলছে, শাহজাহানের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, পুলিশ এসল্ট মামলাসহ অন্তত ১০টি মামলা রয়েছে। শাহজাহান আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ও প্রাক্তন ইউপি সদস্য। নোয়াগড় গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
বানিয়াচং থানার সেকেন্ড অফিসার হুমায়ূন কবির জানান, সোমবারই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, শাহজাহানের বিরুদ্ধে ৩টি হত্যা মামলা, চাদাঁবাজি, ধর্ষণ ও দাঙ্গাহাঙ্গামাসহ অন্তত ১০টি মামলা রয়েছে। শাহজাহান চুরি, ডাকাতি, জুয়া ও মাদকের গডফাদার হিসেবে এলাকায় পরিচিত। ভাটি অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী শাহজাহান গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্থি দেখা দিয়েছে।