Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রোটারী ক্লাব অব সিলেটের অর্থায়নের অসহায় বিধবাকে পাকা ঘর প্রদান

স্টাফ রিপোর্টার ॥ রোটারী ক্লাব অফ সিলেট সেন্টারের অর্থায়নে নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের এক দরিদ্র অসহায় বিধবা মহিলাকে একটি পাকা ঘর নির্মাণ করে দিয়েছে। ঘরের চাবি হস্তান্তর উপলক্ষ্যে গতকাল বুধবার বিকাল ৪টা নবীগঞ্জে পানি উমদা বারকান্দি গ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রোটারী ক্লাব অফ সিলেট সেন্টারের প্রেসিডেন্ট রোটারীয়ান নজরুল ইসলাম পিএইচ এফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারীয়ান শহীদ উদ্দিন চৌধুরী, রোটারীয়ান ডাঃ জমির আলী, রোটারীয়ান তাহমিনা বেগম গিনি, প্রকল্প চেয়ারম্যান রাটারীয়ান এডভোকেট ছিদ্দিকুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রোটারীয়ান হুমায়ূন ইসলাম কামাল, রোটারীয়ান এম আব্দুল, রোটারীয়ান এডভোকেট নিরাঞ্জন দাস, রোটারিয়ান আব্দুল মুকিত, রোটারীয়ান আল আমিন, রোটারীয়ান সামছুদ্দিন, রেহান মাহমুদ প্রমূখ।
নবীগঞ্জ উপজেলার বারকান্দি গ্রামের মৃত তাজ উদ্দিনের স্ত্রী নূরবানু তার ২ মেয়েকে নিয়ে অসহায় জীবন-যাপন করে। ছিলনা তাদের মাথাগোজার ঠাই। তাদের এ অবস্থা দেখে স্থানীয় রোটারীয়ান আল আমিন বিষয়টি রোটারী ক্লাব অব সিলেটে সেন্টারকে অবহিত করেন। এরই পরিপ্রেক্ষিতে সরেজমিনে এসে ওই অসহায় মহিলাকে উল্লেখিত সহায়তা প্রদান করেন। বক্তারা বলেন, সারা বিশ্বে রোটারী কাব গরীব-দুঃখী মানুষের সেবা দিয়ে আসছে। পোলিও মুক্ত, নিররতা দূরীকরণসহ সমাজের বিভিন্ন সেবামূলক কাজ রোটারী কাব করে আসছে। এরই প্রেক্ষিতে রোটারী ক্লাব ও সিলেট সেন্টারের অর্থায়নে সিলেট বিভাগে ৬টি পাকা ঘর বিধবা মহিলাদের প্রদান করে আসছে। অনুষ্ঠান পরিচালনা করেন, রোটারী ক্লাব অব সিলেটের সেক্রেটারী এডভোকেট শহীদুল ইসলাম।