Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বিয়ের প্রস্তাবে সম্মতি না দেয়ায় দুই বোনকে পিঠিয়ে আহত

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিয়ের প্রস্তাবে সম্মতি না দেয়ায় যুবতি ও কিশোরী দুই বোনকে পিঠিয়ে আহত করেছে বিয়ের প্রস্তাবকারী পক্ষের লোকজন। আহতরা হলেন-উপজেলার সদর ইউনিয়নের বকরতপুর গ্রামের সুজন মিয়ার মেয়ে শাম্মী আক্তার (১৮) ও কিশোরী কন্যা রেজি আক্তার রুবা (১০)। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১১ টায় সুজন মিয়ার বাড়িতেই এ হামলার ঘটনাটি ঘটেছে।
আহতরা জানান-ওই গ্রামের পল্লী চিকিৎসক মোঃ সুজন মিয়ার কন্যা শাম্মী আক্তার শোভাকে বকরতপুর গ্রামের সবুর মিয়ার পুত্র সামাদের কাছে বিয়ে দেয়ার প্রস্তাব দেয়া হয়। এতে সুজন মিয়া সামাদের কাছে তার কন্যা শাম্মী আক্তারকে বিয়ে দিবেন না বলে অপরাগত প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে। শুক্রবার বিয়ে না দেয়ার জের ধরে সুজন মিয়া বাড়িতে না থাকার সুবাধে তার যুবতি কন্যা শাম্মী আক্তার (১৮) ও কিশোরী কন্যা রেজি আক্তার রুবা (১০)কে একদল লোক নিয়ে বেধড়কভাবে পিঠিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্স ভর্তি করেন। চিকিৎসাধীন শাম্মী আক্তার শোভা জানায়- তাকে ও তার বোন রেজিকে একই গ্রামের মৃত আব্দুল মন্নাফ মিয়ার পুত্র মোঃ ভুজন মিয়ার নেতৃত্বে সেলিম মিয়া, সামাদ মিয়া, রুজি আক্তার, শাপলা বেগম, শাফিয়া বেগম মিলে বেধড়কভাবে পিঠিয়ে আহত করেছে। এঘটনায় থানায় মামলা করবেন বলে জানান পিতা সুজন মিয়া।