Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ৩ দফায় শিলা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমান সাড়ে ৩৪ কোটি টাকা

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার উপর দিয়ে গত ৭, ৮ এবং ২৫ এপ্রিল ৩ দফায় শিলা বৃষ্টিতে সরকারী হিসেবে ক্ষয়ক্ষতির পরিমান দাঁড়িয়েছে সাড়ে ৩৪ কোটি টাকা। বানিয়াচং উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে ক্ষতিগ্রস্থ জমি ও কৃষকের পরিমান নিরূপন করেছেন। ৩ দফায় শিলা বৃষ্টিতে যে সব এলাকায় ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলো হলো, ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নের হাওর, ২নং বানিয়াচং উত্তর পশ্চিম ইউনিয়নের হাওর, ৬নং কাগাপাশা ইউনিয়নের হাওর, ৩নং বানিয়াচং ইউনিয়নের হাওর, ৪নং বানিয়াচং ইউনিয়নের হাওর, ৯নং পুকড়া ইউনিয়নের হাওর, সুবিদপুর ইউনিয়নের হাওর, মন্দরী ইউনিয়নের হাওর। এসব ইউনিয়নে চলতি বোরো মৌসুমে ফলনের লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার ৮৮৯ হেক্টর। তন্মধ্যে পরপর ৩ বার শিলা বৃষ্টিতে ৫ হাজার ৪৪০ হেক্টর ধানী জমির ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রান্তিক ক্ষুদ্র, মাঝারী ও বড়সহ তিন শ্রেণীর ক্ষতিগ্রস্থ কৃষকের সংখ্যা নির্ধারন করা হয়েছে ১০ হাজার ৬৩৮ জন। ক্ষতিগ্রস্থ ৫ হাজার ৪৪০ হেক্টর ধানী জমির চাল এর হিসেব নির্ধারন করা হয়েছে ৯ হাজার ৪৫৩ মেট্রিকটন। যা বর্তমান বাজার মূল্যে দাঁড়ায় ৩৪ কোটি ৩৪ লাখ ১ হাজার ৮৪০ টাকা। বেসরকারী হিসেবে এ ক্ষক্ষতিগ্রস্থ কৃষক এ প্রতিবেদককে জানিয়েছেন।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারন অধিদপ্তর হবিগঞ্জ এর উপ-পরিচালক গোপাল চন্দ দাশ জানান, আমরা বানিয়াচংয়ের শিলা ঝড়ে ক্ষতিগ্রস্থ ইউনিয়নের জমি ও ধানের পরিমান নির্ধারন করেছি। ইতিমধ্যে এ তালিকাটি সংশ্লিষ্ট মন্ত্রানালয়ে পাঠানো হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে উপর মহলে পাঠানো হয়েছে। কবে কখন ওই সব ক্ষতিগ্রস্থ কৃষক সহায়তা পাবে তা আমরা বলতে পারব না। কৃষি ও কৃষককে বাঁচাতে হলে দ্রুত এ বিষয়ে সরকারের সহযোগিতা প্রয়োজন। ক্ষতিগ্রস্থ কৃষকদেরও দাবী দ্রুত যেন সরকার তাদের পুর্নবাসনের ব্যবস্থা করে দেয়।