Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা শহরে বিদ্যুত বিপর্যয় ॥ আকাশের মতই বিদ্যুত চমকাচ্ছে ॥ জনদুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার ॥ কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের টাওয়ার ভেঙ্গে পড়ায় এবং শহরের উমেদনগর, শায়েস্তানগর, ২ নং পুল, পোদ্দারবাড়ি, বগলাবাজার, জালালাবাদসহ কয়েকটি এলাকার ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ায় হবিগঞ্জ শহরে বিদ্যুত বিপর্যয় দেখা দিয়েছে। টাওয়ার মেরামত করে প্রায় ২৩ ঘন্টা পর বিদ্যুত চালু হলেও স্বাভাবিক হয়নি। আকাশের বিদ্যুত চমকানোর মতই হবিগঞ্জ শহরেও বিদ্যুত চমকাচ্ছে। ঘন্টায় ৭ থেকে ৮ বার আসা যাওয়া করছে বিদ্যুত। সোমবার রাত সাড়ে ১০টায় বিদ্যুত চালু হওয়ার পর থেকে গতকাল রাতে এ রিপোর্ঠ লিখা পর্যন্ত এমন অবস্থা ছিল বিদ্যুতের। বিদ্যুতের এমন চমকানোর ফলে সরকারি, বেসরকারিসহ অফিসের কাজকর্ম ও জনজীবনের চরম দূর্ভোগ নেমে এসেছে। অনেক ইলেক্ট্রনিক্স সামগ্রি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। হবিগঞ্জ বিদ্যুত সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, হবিগঞ্জ সদর উপজেলার সুতাং এলাকায় পিডিবি’র ৩৩ কেভি লাইনের একটি টাওয়ার ভেঙ্গে পড়ে। টাওয়ার মেরামত করা হলেও শহরের বিভিন্ন এলাকায় ট্রান্সফর্মারগুলো অকেজো হয়ে পড়ায় বিদ্যুত সরবরাহ বন্ধ বিঘিœত হচ্ছে।