Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মাহবুব উল ইসলাম বলেছেন সংবিধানের মৌলিক বিধি অনুযায়ী আইনের চোখে সকলই সমান। গরীবের মামলা সরকারী খরচে আইনী সহায়তার ব্যবস্থা করা নাগরিকের প্রতি রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব এবং জনগণের অধিকার। রক্তক্ষয়ি সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন এই দেশে সকলই আইনগত সহায়তা পেতে পারেন। অবহেলিত জনগোষ্ঠি যাতে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করতে হবে। গরীবকে যেন বঞ্চিত না করা হয়। মানুষকে সুখী করার মাঝেই জীবনের সার্থকতা খুজে পাওয়া যায়। সরকারী উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা সম্পর্কে জনগণকে সচেতন করার দায়িত্ব সুশীল সমাজের। জেলা ও দায়রা জজ গত সোমবার হবিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষে জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণ দান কালে এ কথাগুলো বলেন। বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোঃ মাহতাব হোসেন, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, সহকারী জজ রুবায়েৎ ফেরদৌস, এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, এডভোকেট আফতাব উদ্দিন আহমেদ, ব্র্যাক এর জেলা প্রতিনিধি ফিরোজ ভূইয়া, প্রত্যয় উন্নয়ন সংস্থার প্রতিনিধি প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা আইনজীবি সমিতির সম্পাদক এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন। এ উপলক্ষে সকালে বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোঃ মাহতাব হোসেন, সহকারী জজ রুবাইয়াৎ ফেরদৌস, সিনিয়র জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান দুলু, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী জমিলা বেগম, এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, এডভোকেট রুহুল হাসান শরীফ, এডভোকেট আফিল উদ্দিন, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন, এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, ব্র্যাক প্রতিনিধি ফিরোজ ভূইয়া, প্রত্যয় প্রতিনিধি মঈন উদ্দিন আহমেদ প্রমুখ। সভাপতি বলেন, সরকারী উদ্যোগে আইনগত সহায়তা কার্যক্রমের সুফল জনগণ ভোগ করবে। তিনি জেলায় এ উদ্যোগকে জোরদার করার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।