Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে শাহনেওয়াজ মিলাদ গাজী এমপি দুঃস্থ-অসুস্থ-অবহেলিত ও অসহায় মানুষের পাশে আছে বঙ্গবন্ধু কন্যা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ বাহুবল) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী বলেন, দুস্থ অসুস্থ অবহেলিত ও অসহায় মানুষের পাশে আছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার। অসহায় মানুষ যাতে বিনা চিকিৎসায় ধুকে ধুকে না মরে তার জন্য শেখ হাসিনার সরকার তাদের পাশে আছে এবং আগামীতেও থাকবে। নবীগঞ্জের আউশকান্দি হীরাগঞ্জ বাজারে হাজার হাজার মানুষের অংশগ্রহনে অসুস্থ্ বংশী বাদক দিদার আহমদ ও ক্যান্সারে আক্রান্ত শিশু তামিমা’র চিকিৎসার সাহায্যার্থে, সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগ ও ভাই ভাই সংগীত একাডেমী কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীতানুরাগী মানুষের ঢল নামে। লোকে-লোকারণ্য হয়ে যায় অনুষ্ঠানের স্থল। গত শুক্রবার রাত ৮টায় হীরাগঞ্জ বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগীত অনুরাগী লেবু মিয়া। সাংবাদিক, গীতিকার ও ভাই ভাই সংগীত একাডেমীর সভাপতি এম. মুজিবুর রহমান ও ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি বদরুজ্জামান ছানু’র যৌথ পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতির কামাল উদ্দিন রাসেল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশন এর সভাপতি এডঃ সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম আহমদ আজাদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহ গুল আহমদ কাজল, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার, জগন্নাথপুর বাউল কল্যাণ পরিষদের সহ-সম্পাদক সেলিম আহমদ, ফকির ফজলু মিয়া, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, কাছন মিয়া,অনু আহমেদ, মহসিন আহমেদ, আব্দুল মুকিত মেম্বার, আউশকান্দি সিএনজি শ্রমিক সভাপতি দিলশাদ মিয়া, যুবলীগ নেতা শেখ সালাম, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সাংবাদিক বুলবুল আহমেদ, মুহিবুর রহমান চৌধুরী তছনু, সুমন আলী খাঁন, সমাজসেবক আবীর মিয়া, শহীদ কিবরিয়া স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক দুলাল আহমেদ প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে খ্যাতিমান শিল্পীরা গান ও নাটক পরিবেশন করেন।