Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পুলিশকে কুপিয়ে আহত করার ঘটনায় আরো ১ জন গ্রেফতার ॥ নবীগঞ্জ সন্ত্রাসী মুছাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা ॥ আটক মা ও ৩ বোন কারাগারে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ও এসআই ফখরুজ্জামান এর উপর হামলার ঘটনায় নবীগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ সোহান আহমেদ মুছা ও তার মা-বোন সহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নবীগঞ্জ থানার এসআই এসআই ফিরোজ বাদী হয়ে গতকাল নবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ এ ঘটনায় মুছার মা ও ৩ বোনকে গ্রেফতার করেছে। এদিকে বৃহস্পতিবার সংঘটিত ঘটনার পর থেকে সন্ত্রাসী মুছাকে গ্রেফতার আত্মগোপন করেছে। তাকে ধরতে পুলিশ ঘটনার পর থেকে অভিযান অব্যাহত রেখেছে।
গত বৃহস্পতিবার রাতে গ্রেফকৃতরা হচ্ছে- মুছার মা শামছুন্নাহার (৫০), বোন মৌসুমী আক্তার (২৬), শাম্মী আক্তার (২২) ও তন্নী আক্তার (১৯)। এ সময় মুছার বাড়ি থেকে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
একটি হত্যা ও মাদকসহ ৮টি মামলার পলাতক আসামী দুর্ধর্ষ মুছাকে ধরতে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সালামতপুর এলাকায় নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ও এসআই ফখরুজ্জামানসহ একদল পুলিশ অভিযান চালায়। এসময় মুছা তার দলবল নিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে এলোপাতাড়ি কুপিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর অবস্থায় ওসি উত্তম কুমার দাশকে সিলেটে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িত থাকায় বৃহস্পতিবার রাতেই মুছার মা এবং ৩ বোনকে আটকের পর রাতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী মুছাকে গ্রেফতারে রাতভর চিরুনী অভিযান পরিচালনা করে পুলিশ। মুছাকে ধরতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে মুছাকে গ্রেফতার ও তার শাস্তির দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন করেছে সিএনজি শ্রমিকরা। নবীগঞ্জ-আউশকান্দি সড়কের সিএনজি ষ্ট্যান্ড এর শ্রমিকদের ব্যানারে নবীগঞ্জ শহরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা সিএনজি শ্রমিক ফজলুর উপর মুছার সন্ত্রাসী হামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এদিকে এ ঘটনায় গতরাত ১টার দিকে এজহারভূক্ত আসামী আহাদ মিয়া (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। নবীগঞ্জ থানা এসআই শামছুল ইসলাম ওই গ্রামের একটি ফিশারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে সালামতপুর গ্রামের বুদন মিয়ার পুত্র।