Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এক্সকেভেটরের মাধ্যমে শহরের বড় ড্রেন পরিস্কারে মেয়রের উদ্যোগকে ইতিবাচক

প্রেস বিজ্ঞপ্তি ॥ এক্সকেভেটরের মাধ্যমে পৌর এলাকার বড় ড্রেন পরিস্কার কর্মসুচীতে শহরের বিভিন্ন এলাকার নাগরিকদের মাঝে স্বস্থি দেখা গেছে। হবিগঞ্জ পৌরসভায় এই প্রথম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রেন পরিস্কারের কর্মসুচী পরিচালিত হচ্ছে। হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ ও ১ নং ওয়ার্ড ব্যতিত ১১ জন কাউন্সিলরের ব্যক্তিগত উদ্যোগে গত বৃহস্পতিবার এ কর্মসুচী শুরু হয়। হবিগঞ্জ শহরকে জলাবদ্ধতামুক্ত করতে ও পানি নিস্কাশন বাধামুক্ত করতে মেয়র আলহাজ্ব জি, কে গউছের এ উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। তাদের মতে এ উদ্যোগ ইতিবাচক ও সময়োপযোগী। কর্মসুচী শুরু হওয়ার পর পিটিআই সংলগ্ন এলাকা, রাজনগর, মোহনপুর ও ঘোষপাড়া এলাকায় বড় ড্রেন পরিস্কার কাজ পরিচালিত হয়েছে। এক্সকেভেটরের মাধ্যমে বড় ড্রেন পরিস্কারের কাজ শহরবাসীর মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। অনেকেই মন্তব্য করছেন অল্পসময়ে ব্যাপকভাবে বড়ড্রেনগুলো খনন করতে এক্সকেভেটর খুবই উপযোগী। তাদের মতে প্রতিবছর এভাবে পরিচ্ছন্নতা কাজ পরিচালিত করলে শহরের পানি নিস্কাশন বাধামুক্ত হবে। গতকাল মোহনপুর-ঘোষপাড়া এলাকায় এক্সকেভেটরের মাধ্যমে বড় ড্রেন খননের সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ নুর হোসেন, গৌতম কুমার রায়, মোঃ আলমগীর, আব্দুল আউয়াল মজনু ও সৈয়দা লাভলী সুলতানাসহ এলাকাবাসী।