Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কোন অবস্থাতেই অপরাধীদের ছাড় দেয়া যাবে না-সৈয়দ শাহজাহান

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহজাহান বলেছেন-সরকারী সম্পত্তি রক্ষার্থে সকলের সম্মেলিত প্রয়াস চালাতে হবে। কোন অবস্থাতেই খাস ভূমি বেহায়াত হতে দেয়া যাবে না। উপজেলার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে যা কিছু করনীয় তাই করা হবে। কোন অবস্থাতে অপরাধীদের ছাড় দেয়া যাবে না। তবে আইন দূর্বলের উপর নয় অন্যায়কারীর বিরুদ্ধে প্রয়োগ হয় সে দিকে খেয়াল রাখতে হবে। সকলের সম্মেলিত প্রচেষ্টার মাধ্যমে মাধবপুরকে একটি সন্ত্রাস মুক্ত আধুনিক উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। তিনি গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃংখলা বিষয়ক এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
সহকারী কমিশনার ভুমি মোঃ শফিক উল্লাহ সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যন আলহাজ্ব আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান এড.সুফিয়া আকতার হেলেন, অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ, চেয়ারম্যান সৈয়দ মোঃ আলমগীর, মাহবুবুর রহমান সোহাগ, সামসুল ইসলাম মামুন, আলাউদ্দিন, আতিকুর রহমান, পারভেজ চৌধুরী, মীর খুরশেদ আলম, খারুল হোসাইন মনু, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারন সম্পাদক মিজানুর রহমান, সুকোমল রায়, আব্দুর নূর এবং সকল বিভাগীয় প্রধান।