Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নি নির্বাপনের শিক্ষার মহড়া

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক মহড়ায় হাসপাতালসহ বাসা-বাড়িতে আগুন ও রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে করনীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ মহড়ার আয়োজন করে। হাসপাতালে আগুন লাগলে রোগীকে কিভাবে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা এবং বাসা বাড়িতে আগুন লাগলে কি করনীয় তা নিয়ে সচেতনামূলক মহড়া দেখানো হয়। দুর্যোগকালীন প্রস্তুতিসহ মানুষের সৃষ্টি কিংবা দূর্ঘটনা ও করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল এবং প্রাথমিক চিকিৎসা দল। মহড়া চলাকালীন সময়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি প্রতিরোধ ও নির্বাপন, সড়ক দূর্ঘটনা থেকে উদ্ধারসহ তাদের বিভিন্ন কর্মকান্ড প্রদর্শন করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শামছুল আলম মহড়া পরবর্তীতে জানান, আমাদের মহড়ার মূল উদ্দেশ্য হল হাসপাতালে কোন অগ্নিকান্ড ঘটলে কিভাবে উদ্ধার করা ও প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় দ্রুত সময়ের মধ্যে। যে কোন দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা শুধু প্রাকৃতিক দূর্যোগ কিংবা অগ্নিকান্ডে নয়, সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে আমরা সবসময় চেষ্টা করে থাকি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিটের সদস্য সহ স্বেচ্ছাসেবক দল অংশ গ্রহন করেন। এ সময় লাখাই উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মাছুম ও হবিগঞ্জ সদর উপজলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ দেলোওয়ার হোসেন চৌধুরী সহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।