Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে বরযাত্রীবাহী গাড়িতে হামলা ॥ স্বর্ণালঙ্কার লুট, মহিলা সহ ৬ বরযাত্রী আহত

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বরযাত্রীবাহী গাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এক মহিলা বরযাত্রীসহ ৬ জন আহত হয়েছে। গতকাল সকাল ১১ টার দিকে মাধবপুর উপজেলা সদরের মোল্লা হোটেলের সামনে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গাড়ি চালকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে আক্তার হোসেনের বিয়ে ঠিক হয় নরসিংদী শিবপুর থানার জয়মঙ্গল গ্রামে। বেলা সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বরযাত্রী নিয়ে ৩টি গাড়ি কনের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। গাড়িটি রওয়ানা দেয়ার পর এসি ছাড়া নিয়ে চালক ও বরযাত্রীদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি স্থানীয় মুরব্বীরা মীমাংসা করে দেন। এদিকে বরযাত্রীবাহী গাড়ি তিনটি মাধবপুর উপজেলা সদরের কাছাকাছি পৌঁছুলে যে চালকের সাথে বরযাত্রীদের কথা কাটাকাটি হয়েছিল ওই চালক তার সহযোগিদের খবর দেয়। বেলা ১১টার দিকে বরযাত্রীবাহী গাড়িগুলো উপজেলা সদরের মোল্লা হোটেলের সামনে পার্কিং করে চালক। এ সময় চালক তার সহযোগিদের নিয়ে বরযাত্রীদের উপর হামলা চালায়। এতে বরযাত্রী মোবারক মিয়া (১৮), হেলাল মিয়া (৪০), দুলাল মিয়া (৪৫), ইউনুস মিয়া (২০), মনিরা আক্তার (২০) ও নোমান মিয়া (১৮) আহত হয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলাম ও মোজাফফরসহ কয়েকজন অফিসার বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়ির চালক জসিম মিয়া (২৫) ও হরিপদ চক্রবর্ত্তী (২০) কে আটক করে থানায় নিয়ে আসেন। বরযাত্রী মনিরা আক্তার জানান, হামলার সময় বখাটেরা তার গলার স্বর্ণের চেইন ও হাতের বেসলেট ছিনিয়ে নেয়। বরের পিতা সিদ্দিক মিয়া জানান, হামলাকারীরা মারপিট করে কনের জন্য নিয়ে যাওয়া বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। পরে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বেবী টেক্সি শ্রমিক ইউনিয়ন সভাপতি আলাই মিয়া, বিএনপি নেতা হাবিবুর রহমান মানিক সহ বিষয়টি আপোষ নিষ্পত্তির উদ্যোগ নিয়ে চালক পরিবর্তন করে বর ও যাত্রীদের কনের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন।