Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে জমি সংক্রান্ত বিরোধের জের ॥ সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্র“পের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনকে সিলেট ও ৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ ও অন্যান্যদের বাহুবল হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে উপজেলার চলিতাতলা নোয়াগাঁও গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাহুবল উপজেলার চলিতাতলা নোয়াগাঁও গ্রামের আব্দুর রহিম ও তার চাচাত ভাই মিরাশ মোল্লার মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত রবিবার সন্ধ্যায় বাহুবল মডেল থানায় একটি সালিশ বৈঠক বসে। সালিশে বিষয়টি কোন সুরাহা হয়নি। এ অবস্থায় গতকাল সোমবার কথা কাটাকাটির জের ধের উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উল্লেখিত পরিমাণ লোক আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আব্দুস শহিদ (৬০), আব্দুল হাই (৫৫), মফিজ উল্লা (৬৫), ইসহাক মিয়া (৩৫) ও মিরাশ মোল্লা (৭০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং কালা মিয়া (৩৫), জসিম (২৫), তাজুল ইসলাম (৩২), আব্দুর রহিম (৬০) ও মমিন মিয়া (২২) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া নাহিন মিয়া (২৮), মানিক মিয়া (৫৫), আব্দুল হক (৫৫), ফাতেমা (৬০), নূরুল (৪০), আব্দুল্লাহ (৭০), হাফিজুল ইসলাম (২২), রশিদা বেগম (৫০), হাইদ মিয়া (৪৫), আজিদা (৩৫) ও আমলা খাতুন (৬০) কে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আবারো বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।