Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভেজাল কীটনাশক বিক্রির মামলা হবিগঞ্জের যশেরআব্দার যুবদল নেতার ১০ বছর কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ভেজাল কীটনাশক বিক্রয়কারী মোঃ মানিক মিয়া ও এম.এ আজিজকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫ লক্ষ টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভিন গতকাল (২ সেপ্টেম্বর) দুপুরে এ রায় দেন। সাজাপ্রাপ্ত ভেজাল কীটনাশক বিক্রয়কারীর নাম মোঃ মানিক মিয়া ও তার ভাই এম.এ আজিজ। তারা হবিগঞ্জ শহরতলীর যশেরআব্দা এলাকার মৃত শিষ আলীর পুত্র।
এ ব্যাপারে অতিরিক্ত সরকারী কৌসুলি (পিপি) এম.এ আহাদ ফারুক বলেন, ‘এ মামলায় ১২ জনের সাক্ষ্য নেয়া হয়। এরপর যুক্তিতর্ক শেষে আসামিদের অনুপস্থিতে রায় দেয়া হয়’। আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৬ই জুন মোঃ জনাব আলী (মেম্বার) বাদি হয়ে মামলাটি দায়ের করেন। তিনি এজাহারে উলে¬খ করেন মোঃ মানিক মিয়ার মালিকানাধীন মের্সাস এস.আলী এন্টারপ্রাইজ থেকে কীটনাশক কিনে কৃষকরা জমিতে দিলে ধানের চারা মারা যায়। পরে অনুসন্ধানে জানা যায়, কীটনাশক গুলো ছিল ভেজাল। এতে তাদের প্রায় ৪৫ বিঘা জমির ধান গাছ নষ্ট হয় এবং প্রায় ২৭ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবি মোহাম্মদ নোমান মিয়া।