Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মার কোম্পানীর বিরুদ্ধে পরিবেশ দূষনের অভিযোগ উঠেছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় অবস্থিত মার কোম্পানীর উৎপাদিত দ্রব্যের বর্জ্য ও রাসায়নিক দূষন ও পচা দূর্গন্ধের বিরুদ্ধে জন প্রতিনিধি সহ এলাকাবাসী অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ উপজেলা চেয়ারম্যান এর নিকট প্রদান করা হয়েছে।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ঢাকা সিলেট মহাসড়কের পাশে মাধবপুর উপজেলার শাহপুর নামক স্থানে মার কোম্পানীর উৎপাদিত দ্রব্যের বর্জ্য ও রাসায়নিক দ্রব্য কৃষি জমিতে পড়ে কৃষি উৎপাদন ব্যাহত ও পরিবেশের মারাত্বক বিপর্যয় ঘটছে। বর্জ্যের ফলে গবাদি পশু, সেচ এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। ওই কারখানার বর্জ্যের দূগন্ধে ছাত্র-ছাত্রী সহ সর্ব সাধারনের চলা ফেরা কষ্টকর হয়ে পড়েছে।
এ ব্যাপারে মার কোম্পানীর ম্যানেজার এমডি শামীম দেওয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভূট্রা থেকে একটি পাউডার তৈরী করা হয়। আর সেই জন্য ৭২ ঘন্টা ওই ভুট্রাকে একটি ট্রাংকির মধ্যে ভিজিয়ে রাখা হয়। আর সেই জন্য দূর্গন্ধ ছড়ায়। আগে বেশি ছিল। এখন কম।